শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দোয়ার আদব

মাওলানা ওলিউল্লাহ পাটোয়ারী

দোয়ার আদব

দোয়ার সময় দোয়ার  আদব যাতে রক্ষা করা হয় সেদিকে নজর রাখতে হবে।  যেমন : ১. দোয়ার শুরুতে হামদ ও শেষে দরুদ পড়া। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যখন দোয়া করে, তখন সে যেন আল্লাহর প্রশংসা ও তাঁর গুণগান দ্বারা দোয়া শুরু করে। অতঃপর রসুলের প্রতি দরুদ পাঠ করে।’ আবু দাউদ, তিরমিজি। ২. বিনয়ের সঙ্গে দোয়া করা : আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা বিনীতভাবে মিনতিসহকারে এবং সংগোপনে তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করবে।’ সূরা আরাফ : ৫৫। ৩. কবুল হওয়ার দৃঢ়বিশ্বাস রাখা : রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন দোয়ায় এ রকম না বলে, হে আল্লাহ! আপনি যদি চান তাহলে আমাকে ক্ষমা করে দিন, আপনি যদি চান তাহলে আমাকে দয়া করুন, আপনি যদি চান তাহলে আমাকে রিজিক দান করুন; বরং দৃঢ়তার সঙ্গে দোয়া করবে। স্মরণ রাখবে তিনি যা চান তা-ই করেন। তাঁকে কেউ বাধ্য করতে পারে না।’ বুখারি। ৪. নিজের দুর্বলতা প্রকাশ করা : দোয়াকারী দোয়া করার সময় আল্লাহর কাছে নিজের দুর্বলতা, অক্ষমতা ও অসহায়ত্ব প্রকাশ করবে। ৫. কল্যাণের দোয়া করা : নিজের বা অন্য কোনো মুসলিমের অকল্যাণ কামনা করে দোয়া করবে না। সর্বদা কল্যাণের জন্য দোয়া করবে। ৬. বেশি বেশি দোয়া করা : রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যখন দোয়া করে, তবে সে যেন বেশি করে দোয়া করে। কেননা, যেহেতু সে স্বীয় প্রভুর কাছে দোয়া করছে।’ মুসলিম। ৭. আল্লাহর নাম ও সিফাতের দ্বারা দোয়া করা : আল্লাহতায়ালা বলেন, ‘আল্লাহর রয়েছে সুন্দর নাম। অতএব ওই নামের দ্বারা দোয়া কর।’ সূরা আরাফ : ১৮০।

একদা রসুলুল্লাহ (সা.) শুনলেন এক ব্যক্তি তার দোয়ায় বলছে, ‘আল্লাহুম্মা ইন্নি ... গাফুরুর রহিম।’ অতঃপর নবী (সা.) বললেন, ‘তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে।’ (কারণ, তার দোয়ায় আল্লাহর নাম ও সিফাতের উল্লেখ ছিল)। আহমদ, আবু দাউদ, নাসায়ি।

লেখক : খতিব, বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ পীরের বাগ, ওলি মার্কেট, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর