রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সমন্বিত ভর্তি পরীক্ষা

শিক্ষার্থীদের জন্য সুখবর

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একের পর এক পরীক্ষা দেওয়ার ভোগান্তি থেকে রক্ষা পেতে যাচ্ছেন। চলতি বছর থেকে সম্মান প্রথম বর্ষের ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দেশের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত ছুটতে হবে না। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি ও অর্থ ব্যয় কমাতে রাষ্ট্রপতি ২০১৬ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ পদ্ধতির আওতায় আনার অভিপ্রায় ব্যক্ত করেন। এরপর বিভিন্ন সময় তিনি এ ব্যাপারে তাগাদাও দিয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকেও দফায় দফায় চেষ্টা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতায় তা বাস্তবায়ন হয়নি। উপাচার্যদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের পর আশা করা হচ্ছে, চলতি বছর থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করা সম্ভব হবে। উপাচার্যরাও এ পদ্ধতির পক্ষে মত দেওয়ায় এ ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতার অবসান ঘটেছে। স্মর্তব্য, বর্তমানে সব বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে হয়। অনেক বিশ্ববিদ্যালয় একই দিনে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করে। এমনকি সকালে এক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বিকালে অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিতে হয়। টানা দেড়-দুই মাস ধরে শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধের এক দুঃসহ লড়াইয়ে নামতে হয়। এ ছাড়া একটি আসনের বিপরীতে শতাধিক শিক্ষার্থীকে লড়াই করতে হয়। প্রতিযোগিতায় টিকতে শিক্ষার্থীরা কোচিংয়ে ভর্তি হতে বাধ্য হন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে পুঁজি করে প্রতি বছর কোটি কোটি টাকা হাতিয়ে নেয় কোচিং সেন্টারগুলো। উপাচার্যদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যাপারে যে সমঝোতা হয়েছে তা লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি সুখবর।  আমরা আশা করব সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে যাতে চালু করা যায় সে জন্য এখন থেকেই সংশ্লিষ্টরা তৎপর হবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর