বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চাই সুবুদ্ধি— সুবিবেচনা

সংঘাত কারও কল্যাণ আনবে না

বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আজ ঘোষিত হবে। আদালত এ মামলার কী রায় দেবেন তা তাদের বিষয়। কিন্তু রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই সুবুদ্ধি ও সুবিবেচনার পরিচয় নয়। বিএনপি তাদের দলীয় প্রধানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় ঘোষণার দিন সমাবেশ ডেকেছে এবং কর্মীদের রাজপথে অবস্থান নিতে নির্দেশ দিয়েছে। বিরোধী পক্ষের এই কর্মসূচির পাল্টা ব্যবস্থা হিসেবে ক্ষমতাসীন দল ও তাদের কর্মীদের রাজপথে থাকার কথা বলেছে। আইনশৃঙ্খলার অবনতি রোধে ঢাকা মহানগর পুলিশ রায় ঘোষণার দিন রাজধানীতে সভা-সমাবেশ মিছিল ও লাঠিসোঁটাসহ অস্ত্র বহন নিষিদ্ধ করেছে। দেশের বিচার ব্যবস্থা এখন স্বাধীন এমনটিই দাবি করা হয়। আদালতের বিচার কার্যক্রমকে প্রভাবিত করে এমন কোনো কর্মসূচি দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আশা করা হয় না। একইভাবে আইনশৃঙ্খলা রক্ষার নামে অবরুদ্ধ অবস্থা সৃষ্টি হয় এমন কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের করণীয় হওয়া উচিত নয়। কিন্তু বাস্তবে সে অসহনশীল পথেই সব পক্ষ যাত্রা শুরু করেছে যা একটি উদ্বেগজনক বিষয়। পরিস্থিতি সামাল দিতে আজ ঢাকামুখী যানবাহন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরও ডিএমপির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। মামলার রায়কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ঠেকাতে ঢাকাকে অবরুদ্ধ করা হলে তা লাখ লাখ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। বিচারিক আদালতে মামলার যে রায় দেওয়া হবে তা শেষ কথা নয়। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ থাকবে। কিন্তু আইনি বিষয়ে আইনগতভাবে মোকাবিলা না করে আইনশৃঙ্খলার অবনতি ঘটে কেউ এমন অপরিণামদর্শী কর্মকাণ্ডে মেতে উঠলে তা হবে দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে দেশের ব্যবসায়ী সম্প্রদায় সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় উৎকণ্ঠা প্রকাশ করেছে। এটি শুধু ব্যবসায়ী সম্প্রদায়ের নয় বরং এতে সমগ্র দেশবাসীর আশঙ্কাই ফুটে উঠেছে। আমরা আশা করব বৃহত্তর জাতীয় স্বার্থে সব পক্ষ সুবুদ্ধি ও সুবিবেচনার দ্বারা পরিচালিত হবেন। দেশের ব্যবসা-বাণিজ্য এবং রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সংঘাত এড়ানোর দিকে নজর দেবেন। সবাইকে বুঝতে হবে রায়কে কেন্দ্র করে জ্বালাও পোড়াও সংঘাত দানা বেঁধে উঠলে তাতে দেশের তথা সাধারণ মানুষের স্বার্থ বিপন্ন হবে। যা কারোর কাম্য হওয়া উচিত নয়।

সর্বশেষ খবর