শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

একুশে পদক

গুণীজনদের অভিনন্দন

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর যারা পদক পাবেন তারা হলেন— ভাষা আন্দোলনে মরহুম আ জা ম তকীয়ুল্লাহ, অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম; সংগীতে শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্রমোহন রাজবংশী, খুরশীদ আলম, মতিউল হক খান; নৃত্যে বেগম মীনু হক (মীনু বিল্লাহ); অভিনয়ে মরহুম হুমায়ুন ফরীদি (হুমায়ুন কামরুল ইসলাম); নাটকে নিখিল সেন; চারুকলায় কালিদাস কর্মকার; আলোকচিত্রে গোলাম মুস্তফা; সাংবাদিকতায় রণেশ মৈত্র; গবেষণায় ভাষাসৈনিক প্রফেসর জুলেখা হক; অর্থনীতিতে ড. মইনুল ইসলাম; সমাজসেবায় ইলিয়াস কাঞ্চন; ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন। একুশে পদকের সঙ্গে জড়িয়ে আছে ভাষা আন্দোলনের স্মৃতি। আত্মমর্যাদা সমুন্নত রেখে জাতি হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যয়। বিভিন্ন ক্ষেত্রে এ বছর যাদের একুশে পদক দেওয়া হয়েছে তারা নিঃসন্দেহে কৃতী ব্যক্তি। তাদের অবদান দেশ ও জাতির জন্য গৌরব বয়ে এনেছে। মানুষের কল্যাণে তাদের অবদান কোনো কোনো ক্ষেত্রে কিংবদন্তি হিসেবে বিরাজ করছে। একুশের পদক প্রদান করে তাদের নিছক সম্মানিত করা নয়, জাতি হিসেবে নিজেদের সম্মানিত করা হয়েছে। যারা একুশে পদক পেয়েছেন তাদের এই স্বীকৃতি অন্যদেরও বিভিন্ন নান্দনিক পেশায় অবদান রাখতে উদ্বুদ্ধ করবে। দেশ ও জাতির কল্যাণপ্রত্যাশী হতে অনুপ্রেরণা জোগাবে। এবার একুশে পদক পেয়েছেন যারা আমাদের সমাজের আলোকিত মানুষ। এদের তিনজন ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন না-ফেরার দেশে। অন্য ১৮ জন এখনো আলোকিত মানুষ হিসেবে দেশ ও জাতিকে আলোকিত করার সাধনায় জড়িত। তাদের সবাইকে একুশে পদক পাওয়ার জন্য অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর