শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নারীর প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠা

বৈষম্য রোধে পুরুষদের সহযোগিতা নিশ্চিত হোক

নারীর প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠা ও বৈষম্য রোধে পুরুষদের সহযোগিতা নিশ্চিত হোক। প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত গোলটেবিল বৈঠকে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা। বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেলেও তাদের চলার পথ মসৃণ নয়। দেশের রাজনীতিতে তিন দশক ধরে নারী নেত্রীরা রাজনীতির শীর্ষপদে থাকলেও ক্ষমতায়নের ক্ষেত্রে রয়েছে শুভঙ্করের ফাঁকি। দেশের কোনো রাজনৈতিক দলে নেতৃত্বের ক্ষেত্রে সমতা দূরের কথা, ভারসাম্যপূর্ণ অবস্থাও সৃষ্টি করা যায়নি। সংসদে সংরক্ষিত আসনের বাইরে নারীদের সংসদ সদস্য হয়ে আসা এখনো একটি বিরল ব্যাপার। পুরুষশাসিত সমাজের অনুদার মনোভাব প্রতিটি ক্ষেত্রে নারীকে কোণঠাসা করে রাখার প্রবণতায় ভোগে। গোলটেবিল বৈঠকে বিভিন্ন ক্ষেত্রের সফল নারীরা নারী উন্নয়নে মানবিক দৃষ্টিভঙ্গিকে সামনে আনার ওপর গুরুত্বারোপ করেছেন। নারীদের অগ্রগতি এবং বাধা সম্পর্কে বক্তারা বলেছেন, নারী ও শিশুরা অনেক সময় পরিবারের কাছেই নিরাপদ নয়। এজন্য শুধু পুরুষের নয়, নারীর মানসিকতায়ও পরিবর্তন আনতে হবে। নারী-পুরুষ প্রতিপক্ষ নয় বরং সমকক্ষ হয়ে মানবিক মর্যাদাপূর্ণ সমাজ গড়তে হবে। আশার কথা, বর্তমান বিশ্ব বাস্তবতায় বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি, অর্থনীতি ও নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে। নারী ক্রিকেটার-ফুটবলাররা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, অন্য দেশের খেলোয়াড়দের পরাস্ত করছেন। এ দেশে যখন আমরা নারীর ক্ষমতায়নের কথা বলছি, তখনো নারীকে অর্থের অভাবে রাস্তায় সন্তান প্রসব করতে হয়। আমরা নারী দিবসের রং নিয়ে চিন্তা করি। রং বা দিবস দূরের কথা, এখনো প্রত্যন্ত এলাকার নারী তার ন্যূনতম অধিকারের কথাও জানে না। তৃণমূল থেকেই পরিবর্তন শুরু করতে হবে। এজন্য আইনের শাসন নিশ্চিত করতে হবে। নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। দেশের অর্ধেক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া সার্বিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়। নারীর প্রতি দয়াদাক্ষিণ্য নয়, জাতীয় উন্নয়নের স্বার্থে দেশের অর্ধেক জনগোষ্ঠীর এগিয়ে যাওয়া নিশ্চিত করতে হবে। মানবিক সমাজ গঠনে নারী-পুরুষের বৈষম্য রোধে পুরুষদেরও উদ্যোগী হতে হবে। নারী ও পুরুষের মধ্যে গড়ে তুলতে হবে সহযোগিতার মনোভাব। নারীবাদ বা পুরুষবাদের চর্চা নয়, মানবতাবাদের উন্মেষ ঘটিয়ে সুষম সমাজ গড়তে হবে।

সর্বশেষ খবর