সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

টাইগারদের অবিস্মরণীয় জয়

আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করুক

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে অবিস্মরণীয় জয়ে নিজেদের রাঙিয়েছে টাইগাররা। স্বাগতিক শ্রীলঙ্কা দলকে তারা হারিয়েছে ৫ উইকেটে। বাংলাদেশের বিরুদ্ধে পাহাড়সম ২১৪ রানের প্রতিরোধ গড়ে তুলেছিল লঙ্কাবাহিনী। রান তাড়া করে যে দলের জয়ের রেকর্ড ১৬৫ রানের সে দলের জন্য এমন ম্যাচে জেতা দৃশ্যত অকল্পনীয় হওয়ারই কথা। তবে সামনে রানের পাহাড় দেখে থমকে যাননি টাইগাররা। ভুলেও ভাবেনি গত এক বছর ধরে টি-টোয়েন্টিতে টানা হারের রেকর্ড গড়েছেন তারা। ফলে প্রেমাদাসায় রচিত হলো এক মহাকাব্য। শ্রীলঙ্কার ২১৪ রানের মোকাবিলায় প্রথম থেকেই টাইগাররা খেলেছে লড়াকু মেজাজে। প্রথম ওভারে একটি চারের সুবাদে ১০ রান। প্রথম ২৫ বলে ৫০ রান অতিক্রমের কৃতিত্ব দেখান তারা। ৯.২ ওভারেই পূরণ হয় শতরান। ওপেনার লিটন মাত্র ১৯ বল খেলে বিদায় নিলেও চোখ জুড়ানো ৪৩ রান করে বুঝিয়ে দিয়েছেন দিনটি বাংলাদেশের। তামিম ইকবাল বিদায় নেন ২৯ বল খেলে যার সঞ্চয় ৪৭। পাওয়ার প্লের ৬ ওভারে ৭৪ রান করার সক্ষমতা দেখান টাইগাররা। প্রেমাদাসা স্টেডিয়ামের কীর্তিগাথার মহানায়ক মুশফিকুর রহিম। দুই বছর আগে ভারতের ব্যাঙ্গালুরুতে যিনি শেষ তিন বলে এক রান নিতে না পেরে বাংলাদেশকে লজ্জায় ডুবিয়েছিলেন। ক্রিকেট যে চরম অনিশ্চয়তার খেলা সে কথা ভাবার চেষ্টা করেননি কেউ। তবে মুশফিকুর এবার আর সে ভুল করেননি। দলের অবিসংবাদিত জয় এসেছে তার হাত দিয়েই। ৩৫ বলে ৭২ রান করে তিনি নিজের দাপটই দেখিয়েছেন। দুই বছর আগের লজ্জা ঝেড়ে ফেলেছেন বীরোচিত প্রত্যাবর্তনে। বাংলাদেশ আগের ১৪টি টি-টোয়েন্টির ১৩টিতে হেরেছে। শ্রীলঙ্কা সফরে যে দলকে ভাবা হচ্ছিল ইনজুরিতে ক্ষতবিক্ষত কমজোরি দল, তারাই স্বাগতিকদের হারিয়েছে রেকর্ড পরিমাণ রানের পাহাড় ডিঙিয়ে। দীর্ঘদিন ধরে খারাপ সময় কাটানোর পর সুসময়ের দেখা পেতে এমন একটি জয়ই প্রয়োজন ছিল টাইগারদের। আমাদের বিশ্বাস, এ জয় টাইগারদের আত্মবিশ্বাস ফিরে পেতে অনুপ্রেরণা জোগাবে। প্রতিকূলতাকে জয়ের সাহস জোগাবে। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ত্রিদেশীয় নিদাহাস টি-২০ টুর্নামেন্টে আরও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার সাহস জোগাবে। ১৬ কোটি মানুষের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় বিজয়ে আমাদের অভিনন্দন।

সর্বশেষ খবর