শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ব্যয়বহুল নগরী ঢাকা

এ অস্বাভাবিকতার অবসান কাম্য

ঢাকা এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর। ভারতের রাজধানী দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু ও পাকিস্তানের করাচির চেয়েও ঢাকার জীবনযাত্রার খরচ বেশি। যানজট ও নাগরিক সুযোগ-সুবিধার দিক থেকে হতশ্রী অবস্থা বিরাজ করলেও ঢাকার বাসিন্দাদের দুনিয়ার অনেক ভালো শহরের চেয়েও বেশি ব্যয় করতে হয়। যুক্তরাজ্যের দি ইকোনমিস্ট পৃথিবীর ১৩৩টি শহর সম্পর্কে জরিপ চালিয়ে যে তালিকা তৈরি করেছে তাতে ফুটে উঠেছে ঢাকার ব্যয়বহুলতার কথা। যুক্তরাজ্যের জনপ্রিয় পত্রিকা দি ইকোনমিস্টের লন্ডনভিত্তিক সংস্থা ইকোনমিক ইনটেলিজেন্স বলেছে, গত ১২ মাসে ঢাকার জীবনযাত্রার মান কমে এলেও এখনো তা দক্ষিণ এশিয়ার বিভিন্ন বড় শহরের চেয়ে বেশি ব্যয়বহুল। এমনকি তুরস্কের ইউরোপীয় শহর ইস্তাম্বুলের চেয়েও ব্যয়বহুল শহর ঢাকা। জরিপকারী সংস্থার প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সব থেকে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে বাংলাদেশের ঢাকার অবস্থান ৭২। ভারতের রাজধানী নয়াদিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাইয়ের অবস্থান যথাক্রমে ১২৪, ১২৬ ও ১২৯তম স্থানে। আর পাকিস্তানের করাচি ১২৭ নম্বরে। বিশ্বের বিভিন্ন শহরের প্রায় ১৬০ ধরনের পণ্য ও সেবার দামের তুলনা করে এ তালিকা করা হয়েছে। এসব পণ্য ও সেবার মধ্যে আছে খাবার ও পানীয়, পোশাক, বাড়িভাড়া, গৃহস্থালি পণ্য, প্রসাধনসামগ্রী, পরিবহন ব্যয়, স্কুল খরচ, ইউটিলিটি বিল, বিনোদন ইত্যাদি। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে তালিকার শীর্ষে আছে সিঙ্গাপুর সিটি। এ ছাড়া শীর্ষ দলে জায়গা পাওয়া অন্য শহরগুলো হলো ফ্রান্সের প্যারিস, সুইজারল্যান্ডের জুরিখ, হংকং, নরওয়ের অসলো, সুইজারল্যান্ডের জেনেভা, দক্ষিণ কোরিয়ার সিউল, ডেনমার্কের কোপেনহেগেন, ইসরায়েলের তেলআবিব ও অস্ট্রেলিয়ার সিডনি। ঢাকা এ মুহূর্তে বিশ্বের অন্যতম একটি মেগাসিটি। সে হিসেবে বিশ্বের ৭২তম ব্যয়বহুল নগরীর তকমা অস্বাভাবিক কিছু নয়। তবে যে মহানগরী মানুষের বসবাসের যোগ্যতা হারাচ্ছে, বিশ্বের অন্যতম অযোগ্য নগরী হিসেবে যার পরিচিতি গড়ে উঠেছে, সেখানকার জীবনমানের ব্যয়বাহুল্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঢাকার নগর জীবনের খরচের খাতগুলোয় যেসব অস্বাভাবিকতা রয়েছে, তাতে রাশ টেনে ধরার উদ্যোগ নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর