মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

গৃহবধূর ওপর নির্যাতন

অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা কাম্য

সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূকে গাছে বেঁধে নৃশংসভাবে নির্যাতন চালিয়েছে পাষণ্ড স্বামী ও তার স্বজনরা। যৌতুকের দাবি পূরণ করতে এবং স্বামীকে পুত্রসন্তান দিতে না পারার অভিযোগ তুলে মাহফুজা নামের এক গৃহবধূর ওপর যে নির্যাতন চালানো হয়েছে তা আইয়ামে জাহিলিয়াতকে হার মানানোর জন্য যথেষ্ট। স্বামীসহ নির্যাতনের সঙ্গে জড়িত পুরুষ সদস্যরা পালিয়ে যাওয়ায় এ অভিযোগে পুলিশ মাহফুজার এক ননদ ও দেবরের স্ত্রীকে গ্রেফতার করেছে। বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে নারী নির্যাতনের ঘটনা বাড়িয়ে চলেছে। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যকে দৃষ্টিকাড়া বলে অভিহিত করা হলেও প্রদীপের নিচে বিরাজ করছে ঘোরতর অন্ধকার। বিচারহীনতার সংস্কৃতির কারণেই বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। শহর কিংবা গ্রামে সর্বত্রই পথ চলতে গিয়ে প্রতিনিয়তই বখাটেদের বেপরোয়া উত্পাতের শিকার হতে হচ্ছে নারীকে। বাসগৃহ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যাওয়া-আসার পথে দুর্বৃত্তদের নির্লজ্জ আচরণে তাদের হতে হচ্ছে বিব্রত। লজ্জায় অনেকে পরিবারের কাছে লাঞ্ছিত হওয়ার ঘটনা লুকিয়ে রাখছে, ক্ষোভে আত্মহননের পথও বেছে নিচ্ছে অনেকে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কেউ হচ্ছে ধর্ষণের শিকার। কেউ বা দুর্বৃত্তের পৈশাচিক হামলায় প্রাণ হারাচ্ছে। বখাটের ছুড়ে দেওয়া অ্যাসিডে ঝলসে যাচ্ছে কারও দেহ। বিবাহিত নারীদের অনেকে স্বামীর নির্যাতনে সম্পর্ক ছেদ করে আলাদা বসবাস শুরু করেও রেহাই পাচ্ছে না। সাবেক স্বামী প্রতিশোধ নিতে তার ওপর হামলা চালাচ্ছে। চলছে অ্যাসিড নিক্ষেপসহ ভয়ঙ্কর সব অপরাধের ঘটনা। একটা জাতি কতটা সভ্য তা নির্ভর করে নারীর প্রতি তাদের আচরণের মাধ্যমে। নিজেদের সভ্য জাতি হিসেবে দাবি করার ক্ষেত্রে আমাদের কার্পণ্যের অভাব নেই। কিন্তু নারীর প্রতি আচরণে মনে হয় যে এ গর্বের কোথাও যেন ঘাটতি আছে। নারীর প্রতি সদাচরণে এ দেশে অনুসৃত প্রতিটি ধর্মের অনুশাসনের অনুষঙ্গ। কিন্তু কার্যক্ষেত্রে সে অনুশাসনের প্রতি আমাদের আনুগত্য কতটুকু, তা প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতি পদে। অপরাধ করেও অপরাধীরা পার পেয়ে যাওয়ার যে বিচারহীনতার সংস্কৃতি জাতিকে জিম্মি করে রেখেছে নারী নির্যাতন বন্ধে সে জিম্মি অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূ মাহফুজার ওপর নির্যাতনকারীদের বিচারের সম্মুখীন এবং উচিত সাজা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনসহ সরকার প্রতিশ্রুতিবদ্ধ ভূমিকা পালন করবে এমনটিই প্রার্থিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর