সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

যানজটের অভিশাপ

ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় নজর দিন

রাজধানীর যানজট মেগাসিটি ঢাকার দেড় কোটি মানুষের জন্যই শুধু নয়, দেশের ১৭ কোটি মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বললে অত্যুক্তি হবে না। শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যানজট নিরসনের পরিকল্পনা রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তি ও বাস্তবায়নের অঙ্গীকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা বলেছেন, রাজধানীতে যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে ৫০ লাখ কর্মঘণ্টা, বছরে ক্ষতি হচ্ছে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। তাই নিরাপত্তার কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া সড়কে চলাচলের ক্ষেত্রে অন্য কাউকে অগ্রাধিকার দেওয়া উচিত নয়। কারণ একেকটা প্রায়োরিটি বা অগ্রাধিকার ট্রাফিক ব্যবস্থাকে দুই ঘণ্টা অচল করে দেয়। যানজট যে রাজধানীবাসী বা মোটা দাগে দেশবাসীর জন্য কতটা অভিশাপ হয়ে উঠেছে প্রতিদিন অন্তত ৫০ কর্মঘণ্টা নষ্ট হওয়ার বিষয়টিতে তা স্পষ্ট হয়। যানজটের পেছনে ভিআইপিদের গাড়ি চলাচলে অগ্রাধিকারও অনেকাংশে দায়ী। বৃহত্তর জাতীয় স্বার্থে এই অগ্রাধিকার শুধু নিরাপত্তাজনিত কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়ি চলাচলের ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখার কথা ভাবা যেতে পারে। যানজট নিরসনে একের পর এক ফ্লাইওভার নির্মাণের বদলে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় বেশি নজর দিতে হবে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে রাজধানীজুড়ে ফ্লাইওভারের জাল বুনলেও কোনো কাজ হবে না। আমরা বারবার এ কলামে বলেছি বাস চালকদের যাচ্ছেতাই আচরণ রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ। ফুটপাথ দখল করে দোকানপাট বসানো, যেখানে সেখানে গাড়ি পার্কিং যানজটে মদদ জোগাচ্ছে। রাজনৈতিক টাউটরাও যানজটের জন্য অনেকাংশে দায়ী। ফুটপাথ দখল করে যেসব দোকানপাট বসে তার প্রতিটি থেকে রাজনৈতিক টাউটরা ভাড়া আদায় করে। উল্টো পথে গাড়ি চালানোও কঠোরভাবে দমন করতে হবে। যানজট নিরসনে প্রাইভেট গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টিও জরুরি। কোচিং সেন্টারের অপচর্চা যানজটের অন্যতম কারণ। রাজপথে মিছিল-মিটিং ও রাজনৈতিক কর্মসূচি পালন বন্ধ করতে হবে। যানজট নিরসনে সব কিছুর আগে চাই সদিচ্ছা।  বাস-ট্রাক মালিকদের সঙ্গে ট্রাফিক পুলিশের গোপন সমঝোতা বন্ধও যানজট নিরসনের জন্য জরুরি। দৈনিক ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট জাতির অগ্রগতির জন্য বিরাট এক বাধা।  দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ বাধা অতিক্রমের চেষ্টা করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর