শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

মেয়ে ক্রিকেটারদের সাফল্য

পাকিস্তানের পর ভারত জয় সত্যিই অনন্য

এশিয়া কাপে নিজেদের দারুণভাবে তুলে ধরেছে বাংলাদেশের মেয়ে ক্রিকেটাররা। আগের ম্যাচে পাকিস্তানকে হারানোর পর বুধবার তারা হারিয়েছে এশিয়া কাপের ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে। তাও ৭ উইকেটের ব্যবধানে। পরপর দুই খেলায় জয়ের ফলে ফাইনালের হাতছানি এখন বাংলাদেশের সামনে। আশা করা হচ্ছে বড় ধরনের অঘটন না হলে এবার এশিয়া কাপের ফাইনালে খেলবে বাংলাদেশের মেয়ে ক্রিকেটাররা। বাংলাদেশ দলের কৃতী ক্রিকেটার রুমানা আহমেদের অলরাউন্ড পারফর্ম এই বড় জয় পেতে ভূমিকা রেখেছে। বল হাতে মাত্র ২১ রানে নিয়েছেন ৩ উইকেট এবং ব্যাট হাতে ৩৪ বলে খেলেছেন ৪২ রানের হার না মানা ইনিংস। অপরাজিত ৫২ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ফারজানা হক। বাংলাদেশের বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের ব্যাটসম্যানেরা। প্রথমে ব্যাট করতে নেমে ১৪১ রান করেন তারা। সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কাউর। এ ছাড়া দীপ্তি শর্মা করেছেন ৩২। ১৪২ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের উদ্বোধনী উইকেট জুটিতে আসে ২৯ রান। তারপর দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৪৫ রানে। মাত্র ৪ রানের ব্যবধানে আরও ১টি উইকেটের পতন ঘটে। দলীয় ৪৯ রানে ৩ উইকেট হারালেও মনোবল হারাননি বাংলাদেশের সাহসী মেয়েরা। চতুর্থ উইকেটে ফারজানার সঙ্গে অপরাজিত ৯৩ রানের জুটি গড়েন রুমানা আহমেদ। ২ বল হাতে রেখেই জিতে যান বাংলাদেশের মেয়েরা। রুমানা-ফারজানার ৯৩ রানের জুটি বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে নতুন রেকর্ড। ফারজানা তার ৫২ রানের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছেন। টি-২০ ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি করেছেন তিনি। রুমানা ছক্কা হাঁকাতে না পারলেও  ৬টি চারের সাহায্যে ক্যারিয়ার-সেরা ৪২ রান করেছেন। এই জয়ের ফলে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা চার দলের পয়েন্ট সমান হলেও বাংলাদেশের যে দুটি খেলা বাকি সে দুটি দৃশ্যত দুর্বল থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিরুদ্ধে। অর্জিত জয়ে আত্মপ্রসাদ লাভ না করে সামনের দুটি খেলায় বড় ধরনের জয় পেতে বাংলাদেশ দলকে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।

১৭ কোটি মানুষের সমর্থন তাদের পেছনে।

সর্বশেষ খবর