বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা
ধর্মতত্ত্ব

গৌরবময় সেই রজনী

মাওলানা ইয়াকুব কুতবি

গৌরবময় সেই রজনী

লাইলাতুল কদরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো— এই গৌরবময় রজনীতে মানব-জাতির পথপ্রদর্শক ও মুক্তির সনদ ঐশীগ্রন্থ ‘আল কোরআন’ অবতীর্ণ হয়েছে। শবেকদর সম্পর্কে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আপনি কি জানেন লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।’ সূরা কদর : ১-৩। এটি শ্রেষ্ঠতম রাত। এ রাতের ইবাদতে রয়েছে সবিশেষ গুরুত্ব। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হবে।’ বুখারি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবেকদরে হজরত জিবরাইল (আ.) ফেরেশতাদের বিরাট বাহিনী নিয়ে অবতীর্ণ হন এবং যারা এ রাতে ইবাদত করে তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। বায়হাকি।

শবেকদর কোন রাতে হবে? কোরআন পাকের সুস্পষ্ট বর্ণনা দ্বারা এ কথা প্রমাণিত হয় যে, শবেকদর রমজান মাসে। কিন্তু সঠিক তারিখ সম্পর্কে আলেমদের বিভিন্ন উক্তি রয়েছে যা সংখ্যায় ৪০ পর্যন্ত পৌঁছে। তবে বুখারির এক হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতসমূহে তালাশ কর।’ এ হাদিসে রমজানের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ এই বেজোড় রাতসমূহে বিশেষভাবে শবেকদর তালাশ করতে বলা হয়েছে। শুধু ২৭ তারিখে শবেকদর এমন কথা হাদিসে বলা হয়নি। শবেকদরে কী কী করণীয় : কোরআন-হাদিসের আলোকে এ রাতে আমাদের করণীয় হলো :  এক. লাইলাতুল কদরের ফজিলত অর্জনের জন্য আমরা কিছু নফল ইবাদত করব। যেমন নফল নামাজ, সালাতুত তাসবিহ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ইত্যাদি।  হজরত আয়েশা (রা.) বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, হে আল্লাহর রসুল! যদি আমি শবেকদর পেয়ে যাই, তবে আল্লাহর কাছে কী দোয়া করব? তিনি বরলেন, এ দোয়া পড়বে— ‘হে আল্লাহ! আপনি ক্ষমাকারী এবং আপনি ক্ষমাকে পছন্দ করেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।’ একনজরে লাইলাতুল কদরের ফজিলত : এক. লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়, দুই. লাইলাতুল কদর বছরের মধ্যে শ্রেষ্ঠ রজনী, তিন. এ রাত হাজার মাসের চেয়েও উত্তম, আর সেই উত্তম কী পরিমাণ একমাত্র আল্লাহই জানেন, চার. এক হাজার মাসে হয় ৮৩ বছর চার মাস। শবেকদরে ইবাদত করার মাধ্যমে উপরোক্ত ফজিলত অর্জন করা সম্ভব হবে।

লেখক : ইমাম ও খতিব, ইস্টার্ন বনবীথি অ্যাপার্টমেন্ট জামে মসজিদ দক্ষিণ বনশ্রী, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর