বুধবার, ২০ জুন, ২০১৮ ০০:০০ টা
ইতিহাস

সুলতান চতুর্থ মুহম্মদ

১৬৭৬ খ্রিস্টাব্দে আহম্মদ কুপ্রিলির মৃত্যুর পর সুলতান চতুর্থ মুহম্মদ স্বীয় জামাতা কারা মোস্তফাকে উজির নিযুক্ত করেন। আহম্মদ ছিলেন উদার, বিচক্ষণ ও মেধাসম্পন্ন কিন্তু মোস্তফা ছিলেন উগ্রপন্থি, উচ্চাভিলাষী ও হিংস্র প্রকৃতির। কারা মোস্তফা দানিয়ুব অতিক্রম করে ইউক্রেনে অভিযান করেন। এর ফলে পোল এবং রুশদের সঙ্গে তার বিরোধ বাধে। এ শত্রুতা ১৬৮১ খ্রিস্টাব্দ পর্যন্ত বলবৎ ছিল এবং পরিশেষে তুরস্ক বিপর্যয়ের ফলে রাশিয়ার অধিকৃত অঞ্চল ছাড়িয়ে দিতে বাধ্য হয়। ১৬৮২ খ্রিস্টাব্দে অস্ট্রীয় রাজা লিওপোল্ডের সঙ্গে ফ্রান্সের রাজা চতুর্থ লুইয়ের মধ্যে শত্রুতার সুযোগে কারা মোস্তফা অস্ট্রিয়ায় অভিযান করেন। ১৬৮৩ খ্রিস্টাব্দে তিনি দুই লাখ পঁচাত্তর হাজার সৈন্যসহ দানিয়ুব অতিক্রম করে ভিয়েনা অবরোধ করেন। এ সময় অস্ট্রিয়া সম্রাটের মাত্র ২৫ হাজার সৈন্য ছিল এবং দুর্গটিও অরক্ষিত ছিল। প্রথম অবরোধ সুষ্ঠুভাবে পরিচালিত হলে পোলদের আগমনের আগেই ভিয়েনা কারা মোস্তফার হস্তগত হতো, কিন্তু তিনি দূরবর্তী দুর্গসমূহ অধিকারে অধিক সময় ব্যয় করায় তার এ প্রচেষ্টা সফল হয়নি। ১৬৮৩ খ্রি. দ্বিতীয়বার কারা মোস্তফা সর্বাত্মক চেষ্টা করেও ভিয়েনা দখল করতে সক্ষম হননি। গোলদের আগমনে অস্ট্রিয়ার সৈন্যবাহিনী শক্তিশালী হয় এবং কারা মোস্তফা দুর্গ অবরোধে বিলম্ব করাতে তিনি খ্রিস্টান বাহিনীর কাছে পরাজিত হন। ভিয়েনা দুর্গ অবরোধের ব্যর্থতা ইউরোপীয় শক্তিবর্গের কাছে তুরস্কের সামরিক অক্ষমতা ও দুর্বলতা প্রকাশ করে। অপরদিকে খ্রিস্টান ইউরোপের মর্যাদা বৃদ্ধি করে। এভারসলে বলেন, ‘এ বিপর্যয় অটমান সাম্রাজ্যের জন্য মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটা শেষবারের মতো তুর্কি সামরিক রাষ্ট্রের মর্যাদাকে ধূলিসাৎ করে। ২০০ বছর ধরে মধ্য ইউরোপীয়  রাষ্ট্রসমূহের অটমান আক্রমণের যে ভীতি ছিল তা অপসারিত হলো।’ কারা মোস্তফা পরাজিত হয়ে পলায়ন করেন কিন্তু সুলতানের নির্দেশে ধৃত ও নিহত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর