বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য

সরকারকে কঠোর হতে হবে

ভুয়া ডিগ্রিধারী ডাক্তারদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, বাহারি ডিগ্রিসংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে ভুয়া ডাক্তাররা নিরীহ রোগীদের প্রতিনিয়তই প্রতারিত করছে। পাশাপাশি বাড়ছে ভুল চিকিৎসার ঘটনা। নামিদামি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকরাও কখনো কখনো অভিযুক্ত হচ্ছেন ভুল চিকিৎসার অভিযোগে। এ কথা ঠিক, কোনো মানুষই ভুলত্রুটির ঊর্ধ্বে নন। চিকিৎসকরাও মানবিক ভুলত্রুটির অধিকারী। তবে তাদের অসতর্কতায় ভুল চিকিৎসার কারণে যখন রোগীর জীবন বিপন্ন হয়ে পড়ে তা অবশ্যই একটি উদ্বেগের বিষয়। চিকিৎসা পেশার সুনামের জন্যও তা বিড়ম্বনা ডেকে আনছে। দেশে মানসম্মত ওষুধের অভাব না থাকলেও ভুয়া চিকিৎসকরা রোগীদের মানহীন ওষুধ কোম্পানির ওষুধ ব্যবহারের ব্যবস্থাপত্র দেয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) হিসাবে শুধু রাজধানীতেই আড়াই সহস্রাধিক ভুয়া ডাক্তার রয়েছে। সারা দেশে এ সংখ্যা ২০ হাজারেরও বেশি। তবে বাস্তবে বিএমডিসির দেওয়া পরিসংখ্যানের চেয়েও ভুয়া ডাক্তারের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি জাল ডিগ্রিধারী ‘বিশেষজ্ঞ চিকিৎসকের’ সংখ্যাও কম নয়। তারা এমবিবিএস পাসের পর নামের আগেপিছে দেশ-বিদেশের ভুয়া উচ্চতর ডিগ্রি ব্যবহার করে বছরের পর বছর রোগী দেখছে, হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের ফি। বলা যায় ভুয়া ডাক্তারদের কাছে দেশের সিংহভাগ মানুষ জিম্মি হয়ে পড়েছে। গত কয়েক মাসে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্ধশতাধিক ভুয়া ডাক্তারকে আটক এবং তাদের জেল-জরিমানা করা হয়। ভুয়া ডিগ্রিধারী চিকিৎসকদের বেপরোয়া দৌরাত্ম্যের কথা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকও স্বীকার করেছেন। বলছেন, চিকিৎসা খাতে ভুয়া ডাক্তার ও অপচিকিৎসা বছরের পর বছর ধরে দুরারোগ্য ক্যান্সারের মতোই চেপে আছে। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার লক্ষ্যে বিএমডিসি ঢেলে সাজানোর বিকল্প নেই। চিকিৎসা মানুষের একটি মৌলিক অধিকার। মহান মুক্তিযুদ্ধের লক্ষ্যই ছিল এমন একটি স্বাধীন স্বদেশের অভ্যুদয় ঘটানো যেখানে মানুষের সব মৌলিক অধিকার গুরুত্ব পাবে। স্বাধীনতার পর প্রতিটি সরকার চিকিৎসাব্যবস্থাকে এগিয়ে নিতে অবদানও রেখেছে। কিন্তু ভুয়া চিকিৎসক ও নকল-ভেজাল ওষুধ সে অধিকার পূরণের পথে অন্তরায় সৃষ্টি করছে। চিকিৎসাব্যবস্থার সুনামের স্বার্থে এ বিষয়ে সরকার কঠোর হবে— এমনটিই কাম্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর