মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ ফুটবল

নতুন রাজা ফ্রান্সকে অভিনন্দন

ফুটবলে দ্বিতীয়বারের মতো বিশ্বজয় করল ফ্রান্স। ফরাসি সৌরভে ভরে গেল রাশিয়ার লুঝনিকির সবুজ স্টেডিয়াম। বিশ্বকাপের ফুটবলে সমীহ জাগানো দল ক্রোয়েশিয়াকে তারা হারিয়েছে ৪-২ গোলে। হারলেও ক্রোয়েশিয়ার খেলা ফুটবল-প্রেমীদের মুগ্ধ করেছে। ফাইনালে জয়ী হওয়ার দৃঢ় মানসিকতা নিয়ে প্রতিপক্ষকে শক্তভাবে মোকাবিলা করেছে বলকান দেশটি। কিন্তু ভাগ্য সম্ভবত তাদের পক্ষে ছিল না। খেলার পরিসংখ্যানও তাই বলে! উত্তেজনায় ভরপুর ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্টের উত্তরসূরিরা। ডি-বক্সের অনেকটা বাইরে ফ্রান্সের গ্রিজম্যানকে ফাউল করলে ফ্রি-কিক দেন রেফারি। গ্রিজম্যানের সে ফ্রি-কিক বিপদমুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন সেমিফাইনালে ক্রোয়েশিয়ার জয়ের নায়ক মারিও মানসুকিচ। এই গোলও ক্রোয়াটদের মনোবল ভেঙে দিতে পারেনি। একের পর এক পাল্টা আক্রমণ চালিয়ে তারা ১১ মিনিট পর পেরিশিচের গোলে সমতা ফিরিয়ে আনে। খেলার ৩৮ মিনিটে হ্যান্ডবলের পর পেলান্টি থেকে গোল খাওয়ায় ক্রোয়েশিয়ার ভাগ্য যে প্রসন্ন নয় তা প্রমাণিত হয়। কর্নার কিক ক্লিয়ার করার সময় হ্যান্ডবল করেন পেরিশিচ। ফলে ক্রোয়াটরা পেনাল্টির শিকার হয়। এক আত্মঘাতী গোল ও এক পেনাল্টি ক্রোয়েশিয়ার ৪২ লাখ মানুষের স্বপ্ন কেড়ে নেয়। তার পরও ক্রোয়েশিয়া নিজেদের অপ্রতিরোধ্য হিসেবে প্রমাণ করে মাঠে। পাল্টা আক্রমণে ব্যতিব্যস্ত রাখে ফ্রান্সকে। ৫৯ মিনিটে পল পগবারের গোল ক্রোয়াটদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করে। ৩-১ গোলে এগিয়ে যায় ফরাসিরা। ৬৫ মিনিটে ডি-বক্সের অনেকটা বাইরে থেকে গোল করেন বিশ্বকাপের সবচেয়ে তরুণ প্রতিভা এমবাপ্পে। ফরাসিরা এগিয়ে যায় ৪-১ গোলে। বিশ্বকাপ যে তাদের তা নিশ্চিত হয়ে যায়। এর ৪ মিনিট পর মাবিও মানজুকিচ ক্রোয়েশিয়ার পক্ষে গোল করে ব্যবধানটা ৪-২-এ কমিয়ে আনেন। লুঝনিকির সবুজ স্টেডিয়ামে এবারের বিশ্বকাপ ফুটবলের শিরোপা খেলার কথা অনেক দিনই দর্শকদের মনে থাকবে। দুই দলই খেলেছে আক্রমণাত্মক খেলা। বিশেষ করে আত্মঘাতী গোল ও পেনাল্টির অবাঞ্ছিত আঘাতে জর্জরিত হওয়ার পরও ক্রোয়েশিয়া যে আক্রমণাত্মক খেলা খেলেছে তা তাদের মর্যাদাকে উঁচু করেছে। বিশ্ব ফুটবলের নতুন রাজা ফ্রান্সকে আমাদের অভিনন্দন। হার না মানা মনোভাবের জন্য অভিনন্দন ক্রোয়াট ফুটবলারদের। সুন্দর আয়োজনের জন্য অভিনন্দন জার-লেনিন আর নব্যজার পুতিনের দেশ রাশিয়াকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর