সোমবার, ২৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

ভোগান্তির অবসান কাম্য

উচ্চমাধ্যমিকে যারা ভালো ফলাফল করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে তাদের এ বছরও ভোগান্তির শিকার হতে হবে। এক বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে দেশের অন্য প্রান্তে ছুটতে হবে আরেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মোকাবিলার জন্য। যানজট, যাত্রাপথের নিরাপত্তাহীনতা সব মেনে নিয়েই নিতে হবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি। বিশেষত মেয়ে শিক্ষার্থীদের ভোগান্তির মুখে পড়তে হবে তুলনামূলকভাবে বেশি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে নৈরাজ্য চলছে বছরের পর বছর ধরে। শিক্ষার্থী ও অভিভাবকদের অর্থের শ্রাদ্ধ শুধু নয়, জীবনকেও ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আলাদা আলাদাভাবে পরীক্ষা নিয়ে ভর্তির পদ্ধতি। এগুলোর পেছনে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত শিক্ষকদের প্রাপ্তির বিষয় জড়িত থাকায় তারা গুচ্ছ পরীক্ষা পদ্ধতি অনুসরণে শিক্ষামন্ত্রীর আবেদন আহ্বান এড়িয়ে গেছেন অসংকোচে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির পক্ষ থেকে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা অনুসরণের আহ্বান জানালে তারা দৃশ্যত, সুমতি দেখাতে বাধ্য হন। রাজি হন গুচ্ছ পদ্ধতির পরীক্ষা প্রবর্তনে। এ ব্যাপারে কমিটিও গঠন করা হয়। কিন্তু যথাযথ প্রস্তুতির অভাবে এ বছরও গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে ছোটাছুটির পালা এড়াতে না পারলেও শিক্ষার্থীদের জন্য সান্ত্বনা এ বছর উচ্চমাধ্যমিক জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজারেরও কম। এর বিপরীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা প্রায় ৫০ হাজার। ফলে তারা যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আশাবাদী তেমন জিপিএ-৪ থেকে ৫ এর মধ্যে থাকা ১ লাখ ৯১ হাজার শিক্ষার্থীও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্বপ্ন দেখছে। তবে এ স্বপ্ন পূরণে ভর্তি পরীক্ষায় ভালোভাবে উতরানো গেলেও ছোটাছুটির যে ভোগান্তি তাদের পোহাতে হবে তা এক কথায় দুর্ভাগ্যজনক। আমরা আশা করব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা পরীক্ষা নেওয়ার যে যথেচ্ছতা চলছে তা যেন এ বছরই শেষ হয়। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি ও অর্থ কষ্ট দেওয়ার অধিকার কারোর থাকা উচিত নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাবমূর্তির স্বার্থেই ভর্তি নৈরাজ্যের ইতি ঘটাতে তারা সক্রিয় হবেন আমরা এমনটিই দেখতে চাই। এ বছর যারা ভোগান্তির শিকার হচ্ছেন তাদের জন্য আমাদের সহানুভূতি।

সর্বশেষ খবর