শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শিক্ষার্থীদের দাবি পূরণ

পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসুক

সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। বুধবার প্রধানমন্ত্রীর নির্দেশে চার মন্ত্রী বৈঠক করে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সড়ক পরিবহন আইন চূড়ান্ত ভেটিং দিয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। চার মন্ত্রীর বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। নিশ্চিত করা হবে সড়ক নিরাপত্তা। কোনোক্রমেই লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতু ভবনে সাংবাদিকদের বলেছেন, আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন উত্থাপন করা হবে। দুই মাসের মধ্যে আইনটি সংসদে পাসসহ কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা ও অন্য পরিবহন মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাসংবলিত আইন প্রণয়নের উদ্যোগকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের চাপের মুখে গণদাবি সত্ত্বেও এতদিন এ ধরনের আইন প্রণয়ন করা সম্ভব হয়নি। আশা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হলে পরিবহন চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে সংযত হবে। লাইসেন্স ছাড়াই গাড়ি চালানো ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানোর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। পরিবহন ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে এলে দুর্ঘটনা রোধই শুধু নয়, রাজধানী ও মহাসড়কের যানজটও কমিয়ে আনা সম্ভব হবে। তবে এ বিষয়ে একই সঙ্গে নাগরিক সচেতনতা সৃষ্টিরও উদ্যোগ নিতে হবে। যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধ এবং পথচারী ও যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি হলে দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি পরিবহন ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসবে। রাজধানীর পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকের নেওয়া পরিকল্পনার বাস্তবায়নও প্রাসঙ্গিকতার দাবিদার।

সর্বশেষ খবর