শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসুক

প্রতিশ্রুতি রক্ষায় সরকার যত্নবান হোক

এক সপ্তাহ ধরে রাজধানীর রাজপথে অচলাবস্থা চলছে। সড়ক দুর্ঘটনায় একের পর এক প্রাণহানির প্রতিক্রিয়ায় রাজপথে নেমে আসে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীরা। তাদের আন্দোলন ইতিমধ্যে সফলতার মুখ দেখেছে। সরকার শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি মেনে নিয়েছে। বিমানবন্দর সড়কে বাসের চাকায় পিষ্ট দুই কলেজ ছাত্রছাত্রীর প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি সপ্তাহে মন্ত্রিসভায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাসংবলিত আইনের অনুমোদন দেওয়া হচ্ছে। লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিষিদ্ধ করার ব্যাপারেও সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ছয় দিন ধরে শুধু আন্দোলনই করেনি, সড়ক ব্যবস্থাপনার ত্রুটিগুলোও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারা রাজপথে দাঁড়িয়ে নিজেরা গাড়িচালকদের লাইসেন্স ও ফিটনেসের কাগজপত্র পরীক্ষা করেছে। যারা লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে কিংবা যেসব ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলছে সেগুলোর বিরুদ্ধে মামলা নিতে পুলিশকে সুপারিশ করেছে। পরিবহন ক্ষেত্রে কী ধরনের নৈরাজ্য চলছে তা উন্মোচনেও কিশোর শিক্ষার্থীদের পদক্ষেপ ভূমিকা রেখেছে। দেখা গেছে, মন্ত্রী কিংবা পুলিশের গাড়িচালকের কাছেও লাইসেন্স নেই। দেশে ট্রাফিক পুলিশ আছে। আছে বিআরটিএ। প্রশ্ন ওঠে, তাদের নজরদারির পরও অনেকেই লাইসেন্স ছাড়া গাড়ি চালায় কীভাবে? ভাঙাচোরা গাড়ি রাস্তায় চলে কীসের বদৌলতে। সংশ্লিষ্টদের সততার সংকট যে এজন্য দায়ী তা ওপেন সিক্রেট। আমরা শিক্ষার্থীদের বলব, তোমরা দেখিয়ে দিয়েছ গলদ কোথায়। দেখিয়ে দিয়েছ কীভাবে রাজপথে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। এখন এ গলদ দূর করার দায়িত্ব প্রশাসনের। দায়িত্ব সরকারের। তাদের সে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। শিক্ষার্থীদের ফিরে আসতে হবে ক্লাসে। পড়াশোনায় মন দিতে হবে। তার বদলে রাজপথে অবরোধ করে রাখলে নৈরাজ্যকেই উৎসাহিত করা হবে। ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাবে ষড়যন্ত্রকারীরা; যা কারোর কাম্য হওয়া উচিত নয়। ছয় দিনের অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। লাখ লাখ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। জনদুর্ভোগ বন্ধে সবাইকে সুমতির পরিচয় দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায়ও সরকারকে যত্নবান হতে হবে।

সর্বশেষ খবর