মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ব্যবসায়ী সম্প্রদায়ের আহ্বান

সব পক্ষের শুভবুদ্ধির উদয় হোক

সব পক্ষের শুভবুদ্ধিতে সড়ক নৈরাজ্যের অবসান ঘটবে এমনটিই আশা করছে সাধারণ মানুষ। ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীরা রাজপথ ছাড়তে শুরু করেছে। চলমান ছাত্র আন্দোলন থেকে উদ্ভূত পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তারা এ আন্দোলনে দূরপাল্লার যানবাহন, আওয়ামী লীগ অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, দেশের ব্যবসায়ী সমাজ এমন ধর্মঘট বা আন্দোলন কোনোটাই সমর্থন করে না। ব্যবসায়ী সম্প্রদায়ের বক্তব্যে প্রকৃত অর্থে দেশের ১৬ কোটি মানুষের হৃদয়ের আর্তিই ফুটে উঠেছে। সংগঠনের সভাপতি মতিঝিলে এফবিসিসিআইর সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনে এফবিসিসিআইর নৈতিক সমর্থন রয়েছে। তবে এই আন্দোলন ঘিরে পরিবহন ধর্মঘট দেশের বিনিয়োগ সম্ভাবনা ও ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা সৃষ্টি করেছে। এ অবস্থায় তিনি ছাত্রছাত্রীদের ঘরে ফিরে যাওয়ার এবং পরিবহনশ্রমিকদের আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বলেছেন, শিক্ষার্থীরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সিস্টেমের ত্রুটিগুলো। এখন সিস্টেম সংশোধন করতে সরকারকে কাজ করতে দেওয়া উচিত। যে দাবি গণদাবিতে পরিণত হয় তা সরকার উপেক্ষা করতে পারে না বলেই তার ধারণা। ব্যবসায়ী নেতার আশঙ্কা যে কোনো আন্দোলন-সংগ্রাম দীর্ঘ হলে স্বার্থান্বেষী মহল ফায়দা নেওয়ার চেষ্টা করে। এ আন্দোলনেও স্বার্থান্বেষী মহল ফায়দা লোটার চেষ্টা করছে। চলমান ছাত্র আন্দোলন এবং তা থেকে উদ্ভূত পরিবহন ধর্মঘটের কারণে দেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। চট্টগ্রামসহ সব বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেখা দিয়েছে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা। ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সাফ সাফ উল্লেখ করা হয়, আন্দোলন-অবরোধ ইত্যাকার কর্মসূচিতে ব্যবসায়ী সম্প্রদায় যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তেমন তাদের সুনাম প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। এফবিসিসিআইর পক্ষ থেকে আন্দোলন এবং ধর্মঘট থেকে ছাত্র ও শ্রমিকদের দূরে থাকার যে আহ্বান জানানো হয়েছে তা খুবই প্রাসঙ্গিক। আশার কথা, ইতোমধ্যে সব পক্ষের শুভবুদ্ধির উদয়ও লক্ষ্য করা যাচ্ছে। কারও হঠকারিতায় তা যাতে ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে হবে।

সর্বশেষ খবর