শিরোনাম
মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কলেজ সরকারিকরণ

উন্নত হোক শিক্ষার পরিবেশ

দেশের আরও ২৭১টি কলেজ সরকারিকরণের প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সরকারিকরণের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা ৮ আগস্ট থেকে কার্যকর বলে বিবেচিত হবে। সরকারিকরণের পর সংশ্লিষ্ট কলেজগুলো সরকারের পক্ষে জেলা প্রশাসক কিংবা তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দ্বারা পরিচালিত হবে। এসব কলেজের শিক্ষক-কর্মচারীদেরও আত্তীকরণ করা হবে এবং এ ব্যাপারে এক থেকে দেড় বছর সময় লাগবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দুই মেয়াদে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৪৬টি কলেজ সরকারি করা হয়েছে। এর মধ্যে ২৪টি কলেজের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাদবাকি ২২টি কলেজের আত্তীকরণ সম্পন্ন করার কাজ চলছে। সর্বশেষ সরকারিকরণের প্রক্রিয়ায় প্রথমে ২৯২টি কলেজের তালিকা তৈরি করা হলেও ২৭১টি কলেজের বিষয়ে ঘোষণা দেওয়া হয়। প্রশাসনিক সমস্যা থাকায় ২১টি কলেজের সরকারিকরণ বিলম্বিত হচ্ছে এবং প্রশাসনিক কার্যক্রম শেষে সেগুলোর আদেশও জারি হবে। নতুন সরকারি হওয়া কলেজের শিক্ষক-কর্মচারীদের ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকৃত বিধিমালা, ২০১৮’ অনুযায়ী আত্তীকরণ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষকরা শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত হওয়ারও সুযোগ পাবেন। তবে এজন্য সরকারি কর্ম-কমিশনের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষক শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির উদ্দেশ্যে ওই ক্যাডারের প্রভাষক পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা থাকলে পিএসসির অধীনে গৃহীত পরীক্ষায় অংশ নিতে পারবেন। কোনো শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পিএসসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে নিয়োগ দিতে পারবেন। বিভিন্ন সরকারি কলেজ ও দফতরেও তারা বদলি হতে পারবেন। বিধিমালা অনুযায়ী সরকারি হওয়া কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষকরা সাধারণভাবে ননক্যাডার হিসেবে নিজ নিজ পদে নিয়োগ পাবেন এবং তাদের চাকরি বদলিযোগ্য হবে না। নতুন সরকারি কলেজগুলোয় প্রায় ৮ হাজারেরও বেশি শিক্ষক রয়েছেন। বিপুলসংখ্যক কলেজ সরকারিকরণের সিদ্ধান্ত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের জন্য নিঃসন্দেহে একটি সুখবর। এর ফলে উপজেলা পর্যায়েই মানসম্মত কলেজে পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। শিক্ষক-কর্মচারীদের জীবনমানেও তা শুভ প্রতিক্রিয়া রাখবে। আমরা আশা করব, সরকারিকরণকৃত কলেজগুলোর শিক্ষকরা এর ফলে শিক্ষাদানে আরও বেশি মনোযোগী হবেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর