বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নিভে গেল আরেক বাতিঘর

গোলাম সারওয়ারের প্রতি শেষ শ্রদ্ধা

বাংলাদেশের সাংবাদিকতার বাতিঘর সমকাল সম্পাদক গোলাম সারওয়ার আর আমাদের মাঝে নেই। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি চলে গেছেন না ফেরার দেশে। প্রথিতযশা এ সাংবাদিক মৃত্যুকালে সম্পাদক পরিষদের সভাপতি ও প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান পদেও অধিষ্ঠিত ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেশের সাংবাদিকতার অঙ্গনে বাতিঘর হিসেবে বিবেচিত হতেন এই যশস্বী সাংবাদিক। সুবিবেচনা ও সাহসিকতার প্রতীক হিসেবে তিনি নিজেকে জনমনে নিজ গুণেই ঠাঁই পেয়েছিলেন। দেশের সাংবাদিক সমাজের অভিভাবক হিসেবে ভাবা হতো তাকে। গোলাম সারওয়ারের মৃত্যুতে সাংবাদিকতার অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা বহুদিন ধরে অনুভূত হবে। চীনা প্রবাদ অনুযায়ী কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী আর কোনো কোনো মৃত্যু হাঁসের পালকের মতো তুচ্ছ। গোলাম সারওয়ার সাহসী ও প্রজ্ঞাবান সাংবাদিক শুধু নয়, জাতির বিবেক হিসেবে নিজেকে উপস্থাপন করতে সামর্থ্য হয়েছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকতার অঙ্গনে যে শোকের ছায়া বিস্তার করেছে তা পাহাড়ের চেয়েও ভারী। অসহ্য এই শোক শুধু তার পরিবার-পরিজন কিংবা সাংবাদিক সমাজই নয়, দেশবাসীকেও সমানভাবে স্পর্শ করেছে। গোলাম সারওয়ার সাংবাদিকতার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন ষাটের দশকে। পেশাদারিত্বের প্রশ্নে তিনি ছিলেন সত্যিকার অর্থেই আপসহীন। অসাম্প্রদায়িক চেতনার প্রতিভূ ছিলেন তিনি। আজীবন বুকে ধারণ করেছেন মুক্তিযুদ্ধ, তথা লাল-সবুজ পতাকার চেতনা। কালজয়ী এ সাংবাদিক পেশাগত জীবনে দীর্ঘদিন যাবৎ দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক, দৈনিক যুগান্তর ও পরবর্তীতে সমকালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুবুদ্ধি-সুবিবেচনা তাকে পেশাগত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেছে। সত্য, সুন্দর ও কল্যাণের প্রতি নিখাদ পক্ষপাতিত্ব প্রকাশ পেয়েছে তার লেখায় এবং কর্মে। দেশের সাংবাদিকতার অভিভাবকসম এই মহীরুহের বিদায়ে আমরা গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে আমরা জানাই আন্তরিক সহানভূতি। মহান স্রষ্টা তাদের শোক সহ্য করার ক্ষমতা দিন। একুশে পদকজয়ী মুক্তিযুদ্ধের অবিনশ্বর চেতনার প্রতিবিম্ব সাংবাদিকতার বাতিঘর অগ্রজ সাংবাদিক গোলাম সারওয়ারের প্রতি আমাদের শেষ অভিবাদন। মহান আল্লাহ তাকে বেহশতের সুশীতল ছায়ায় স্থান দিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর