বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বসবাসের অযোগ্য ঢাকা

এ লজ্জার আশু অবসান কাম্য

বিশ্বের বসবাস-অযোগ্য নগরীর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রানার্স-আপের মর্যাদা লাভ করেছে। চ্যাম্পিয়নের তকমা লাভ করেছে সিরিয়ার রাজধানী যুদ্ধবিধ্বস্ত নগরী দামেস্ক। যুক্তরাজ্যের ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের প্রকাশিত বিশ্বের ১৪০টি নগরীর তালিকায় ঢাকাকে রাখা হয়েছে ১৩৯তম স্থানে। অবকাঠামোগত অবস্থা, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা, সংস্কৃতি, পরিবেশ এবং স্বাস্থ্যসেবাপ্রাপ্তির মান বিবেচনা করা হয়েছে এ প্রতিবেদনে। প্রতিবেদনে নিকৃষ্ট ১০টি নগরীর ৬টি আফ্রিকার, ৩টি এশিয়ার ও ১টি প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনির। দামেস্ক ও ঢাকা ছাড়া শীর্ষ বসবাস-অযোগ্য তালিকায় এশিয়ার অন্য যে নগরীর নাম স্থান পেয়েছে তা হলো পাকিস্তানের বৃহত্তম নগরী করাচি। আফ্রিকার নগরীগুলোর মধ্যে নাইজেরিয়ার লাগোস, জিম্বাবুয়ের হারারে, লিবিয়ার ত্রিপোলি, ক্যামেরুনের দুয়ালা, আলজেরিয়ার আলজিয়ার্স ও সেনেগালের ডাকার রয়েছে। সিরিয়ার রাজধানী বসবাসের অযোগ্য হয়ে ওঠার পেছনে যুদ্ধবিধ্বস্ত অবস্থা মূলত দায়ী। কিন্তু রাজধানী ঢাকার ক্ষেত্রে সে ধরনের সমস্যা না থাকলেও দ্বিতীয় শীর্ষ অযোগ্য নগরীতে পরিণত হওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক। প্রতিবেদনে স্থিতিশীলতার ক্ষেত্রে ১০০ পয়েন্টের মধ্যে ঢাকা পেয়েছে ৫০, স্বাস্থ্যসেবায় ২৯ দশমিক ২, শিক্ষায় ৪১ দশমিক ৭, অবকাঠামোয় ২৬ দশমিক ৮ এবং সংস্কৃতি ও পরিবেশে ৪০ দশমিক ৫ পয়েন্ট। সার্বিকভাবে ঢাকার অর্জিত পয়েন্ট ১০০-এর মধ্যে ৩৮। প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় সবচেয়ে নিচে থাকা নগরীগুলোয় জীবনযাত্রার বেশির ভাগ সুবিধাই পাওয়া যায় না। তালিকায় সবচেয়ে ভালো নগরীর মর্যাদা পেয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্ন, জাপানের ওসাকা, কানাডার ক্যালগেরি, অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার ভ্যানকুভার ও টরন্টো, জাপানের টোকিও, ডেনমার্কের কোপেন হেগেন ও অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। স্বাধীনতার আগে রাজধানী ঢাকার জনসংখ্যা ছিল ৭ লাখের মতো, বর্তমানে তা পৌনে ২ কোটিতে পৌঁছেছে। যানজটে অচল ঢাকা মহানগরী বাড়তি জনসংখ্যার ধকলে প্রতিনিয়ত ধুঁকছে। ঢাকাকে বসবাসের যোগ্য নগরীতে পরিণত করতে হলে প্রয়োজন সমন্বিত প্রয়াস। কিন্তু সে ক্ষেত্রে রয়েছে মারাত্মক ঘাটতি। বসবাসের যোগ্য নগরী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে হলে এসব সীমাবদ্ধতা অতিক্রমের উদ্যোগ নিতে হবে। অযোগ্য নগরীর লজ্জা কাটিয়ে উঠতে সরকার, সিটি করপোরেশন ও নাগরিকদের একাট্টা হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর