শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চাঁদাবাজি বড় ধরনের জুলুম

যুবায়ের আহমাদ

চাঁদাবাজি বড় ধরনের জুলুম

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আসা রাজধানীমুখী কোরবানির পশুবহনকারী ট্রাকগুলো থেকে বিভিন্ন স্থানে আদায় করা হয় চাঁদা। কোরবানির পশু ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়ে চাঁদাবাজদের কাছে। বিভিন্ন সমিতি, বাজার-ব্যবসা ও শ্রমিক সংগঠনের নামে আদায় করা হয় অবৈধ চাঁদা। পথে পথে অব্যাহত থাকে চাঁদাবাজি। ইসলাম চাঁদাবাজিকে মারাত্মক অন্যায় ও জুলুম হিসেবে অভিহিত করে তা হারাম করেছে। চাঁদাবাজির মাধ্যমে অন্যায়ভাবে দখলকৃত সম্পদ হারাম। রসুলুল্লাহ (সা.) বলেন, ‘কারও সম্পদ হালাল হয় না, যতক্ষণ না সে সন্তুষ্টচিত্তে তা প্রদান করে।’ আবু দাউদ। পবিত্র কোরআনুল কারিমে এভাবে অন্যের অর্থ দখল নিষেধ করে আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থসম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।’ সুরা বাকারা, আয়াত-১৮৮। অন্যের ধনসম্পদ চুরি, ছিনতাই কিংবা চাঁদাবাজির মাধ্যমে করায়ত্ত করে দুনিয়ার জীবনে সামান্য ভোগ-বিলাসিতা বা পাপের পথে বেহিসাবি অপব্যয় করার সুযোগ পেলেও জান্নাতের পরম উপভোগের নিয়ামতগুলো থেকে সে বঞ্চিত হবে। হাদিসে এসেছে, ‘অবৈধ চাঁদা আদায়কারী জান্নাতে প্রবেশ করবে না।’ আবু দাউদ। অন্য হাদিসে রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত-পালিত হয়েছে, তা জান্নাতে প্রবেশ করবে না।’ সুনানে বায়হাকি। আল্লাহর বান্দাদের কষ্টের বিনিময়ে উপার্জিত অর্থ-সম্পদ থেকে জোরপূর্বক চাঁদা আদায়কারী জালিম লোকেরা কেয়ামতের দিন নিজেদের সারা জীবনের নেক আমলের সওয়াব দিয়ে মজলুমদের ন্যায্যপ্রাপ্য ফিরিয়ে দিতে বাধ্য হবে। চাঁদাবাজদের হয়তো মনেই থাকবে না কার কাছ থেকে কখন কত টাকা চাঁদা আদায় করে সম্পদের পাহাড় গড়েছে।

যখন হাশরের ময়দানে আল্লাহতায়ালা কুদরাতি ব্যবস্থায় রেকর্ডকৃত সেই চাঁদাবাজির দৃশ্য প্রদর্শন করবেন তখন তার আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। খোয়াতে হবে নামাজ, জাকাত কিংবা হজের মতো সারা জীবনের আমলের সওয়াব। চাঁদা আদায়কারীর নেক আমল থাকলে আল্লাহতায়ালা সেই নেক আমল মজলুমকে প্রদান করে ন্যায়বিচার করবেন। পাওনা পরিশোধের জন্য পর্যাপ্ত নেক আমল না থাকলে মজলুমের গুনাহের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে চাঁদাবাজকে।

লেখক : জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারি ও খতিব, বাইতুশ শফীক মসজিদ, বোর্ডবাজার, গাজীপুর।

সর্বশেষ খবর