শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মহাসড়কে যানজট

ঘরমুখো মানুষের ঈদযাত্রায় ভোগান্তি

প্রায় এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ তথা বৃহত্তর ঢাকা ছাড়ছেন। স্বভাবতই মহাসড়কগুলোর ওপর স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ চাপ পড়েছে। ফলে সড়ক ব্যবস্থাপনায় আগের চেয়ে অগ্রগতি ঘটলেও মহাসড়কগুলোতে যানজট এড়ানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বাড়তি চাপের অনিবার্য পরিণতিতে প্রতিবারের মতো এবারও ঈদযাত্রায় বিভিন্ন সড়ক-মহাসড়কে শুরু হয়েছে ভোগান্তি। গত বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর দুই পাশের ৩২ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট, শরীয়তপুর-চাঁদপুর রুটে মেঘনার নরসিংহপুর ফেরিঘাট ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপার বিঘ্নিত হয়েছে। গতকালও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। তবে এবার রাজধানী থেকে দেশের উত্তরাঞ্চলের যাত্রাপথে গত দুই দিন অসহনীয় যানজটের খবর মেলেনি। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নির্মাণাধীন ২৩টি সেতু খুলে দেওয়ায় যানবাহনগুলোর জন্য ফোর লেনের সুবিধা তৈরি হওয়ায় যানজটের ভোগান্তি কিছুটা কমেছে। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর দুই পাশে ৩২ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হলে আটকা পড়া যাত্রী ও পশু বিক্রেতারা চরম দুর্ভোগে পড়েন। মঙ্গলবার বিকাল থেকে চলছে এ যানজট। মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপে ভোগান্তির শিকার হচ্ছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। পর্যাপ্ত ফেরি থাকার পরও সড়কে দীর্ঘতর হচ্ছে যানবাহনের লাইন। শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় এ রুটে গাড়ির চাপ বেড়েছে। মাত্র দুটি ফেরি চলার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটে মেঘনার নরসিংহপুর ফেরিঘাটে দুই শতাধিক গাড়ি পার হওয়ার অপেক্ষায় থাকছে। গাজীপুরে মহাসড়কে খানাখন্দের কারণে দীর্ঘদিন ধরে বিরাজ করছে যানজটের অভিশাপ। সড়ক মেরামতকারী ও পুলিশের সমন্বয়ের অভাবে এ পথে যাতায়াতকারী মানুষজন সীমাহীন কষ্টের শিকার হচ্ছেন। দেশের সড়ক ব্যবস্থাপনায় রয়েছে মারাত্মক ত্রুটি। যেনতেনভাবে সড়ক নির্মাণ এবং মেরামতের কাজ হওয়ায় নির্মাণ বা মেরামতের কিছু দিন পরেই সড়কগুলো বেহাল হয়ে পড়ে।  এদিকে কর্তৃপক্ষের কড়া নজর ছাড়া ঈদের আগে জোড়াতালি দিয়ে সড়কগুলো চলাচলের উপযোগী করার যত চেষ্টাই হোক না কেন,  তাতে স্বস্তি পাওয়ার সুযোগ কম।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর