শনিবার, ২৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কর্মস্থলে ফেরা নির্বিঘ্ন হোক

সবার দায়িত্বশীল ভূমিকা কাম্য

গত বছরের মতো এ বছরও ঈদুল আজহায় বড় ধরনের কোনো খারাপ খবর না থাকা নিঃসন্দেহে স্বস্তিদায়ক ঘটনা। টানা বর্ষণে মহাসড়কগুলো লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ নিয়ে শঙ্কা ছিল। কিন্তু ঈদের আগে মহাসড়কগুলো তড়িঘড়ি চলাচল উপযোগী করা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সক্রিয় পদক্ষেপে প্রতিটি মহাসড়কের সংস্কারকাজ ঈদের চার-পাঁচ দিন আগেই সম্পন্ন করা সম্ভব হয়। ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল নিয়ন্ত্রণে। প্রায় ৮০ লাখ লোক রাজধানী ছেড়ে গেলেও এ সময় বড় ধরনের ছিনতাই, ডাকাতি কিংবা দস্যুতার ঘটনা ঘটেনি। কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটি করপোরেশন সাফল্য দেখিয়েছে। সড়ক দুর্ঘটনা ঈদযাত্রায় অবশ্য বেশকিছু ট্র্যাজেডির জন্ম দিয়েছে। ঈদ উপলক্ষে যারা ঢাকা ছেড়েছেন তারা ইতোমধ্যে ফিরতে শুরু করেছেন। ঢাকামুখী যানবাহনে এখন ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা। ঈদ পালনের পর দুই সপ্তাহ ধরে চলে ঢাকায় ফেরার পালা। চাকরিজীবীরা ছুটি শেষে ফেরার চেষ্টা করলেও ব্যবসায়ী ও অন্য পেশাজীবীদের ঈদ অবকাশ কিছুটা দীর্ঘায়িত হয়। অনেকে ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসেন পরিবারের অন্য সদস্যদের গ্রামের বাড়িতে রেখে। তারা ফেরেন আলাদাভাবে দু-চার দিন কিংবা সপ্তাহখানেক পরে। এ বছর সরকার ঈদ পরিবহনব্যবস্থায় কিছুটা হলেও মুনশিয়ানা দেখিয়েছে। যানবাহনে বাড়তি যাত্রীর ভিড় থাকলেও ভোগান্তি তুলনামূলক বিচারে যে কম হয়েছে, স্বীকার করতেই হবে। সবারই আশা তাদের কর্মস্থলে ফেরাটাও নির্বিঘ্ন হোক। আমাদের দেশের মানুষের মধ্যে পারিবারিক বন্ধন বেশ শক্তিশালী। স্বজনদের সঙ্গে ঈদ পালনের রেওয়াজ চলে আসছে যুগ যুগ ধরে। এ রেওয়াজ মানুষের সংবেদনশীলতার অংশ হয়েও দাঁড়িয়েছে। ফলে যারা কর্মস্থল ছেড়ে স্বজনদের মাঝে গিয়েছিলেন, তারা যাতে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন এ ব্যাপারে সরকার তথা প্রশাসনকে দায়িত্বশীল হতে হবে। সড়কপথে কোথাও যাতে যানজটের সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে। এবারের ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে ঘরে ফিরতে লঞ্চ ও ফেরি পারাপারে ভোগান্তির শিকার হতে হয়েছে। কর্মস্থলে ফেরা নির্বিঘ্ন রাখতে ফেরি চলাচলে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে দিতে হবে বাড়তি নজর। এ বছর ঈদ ব্যবস্থাপনায় সরকার যে সাফল্য দেখিয়েছে তা ধরে রাখতে উৎসব শেষে যারা কর্মস্থলে ফিরছেন তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সবাইকে তৎপর থাকতে হবে। বিশেষ করে যানবাহন চালকরা দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন— এমনটিই কাঙ্ক্ষিত।

সর্বশেষ খবর