রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

গোয়েন্দা নথির বঙ্গবন্ধু

মুক্তি সংগ্রামের জানা-অজানা অধ্যায় উন্মোচিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত গোয়েন্দা নথি অবশেষে প্রকাশ্য এসেছে ‘সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইটির মাধ্যমে। সাড়া জাগানো এই বইয়ের প্রথম খন্ডে ১৯৪৮ থেকে ১৯৫০ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধু সম্পর্কে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তথ্য-উপাত্ত সন্নিবেশিত হয়েছে। বইতে পাকিস্তান পূর্ব সময়ের ছাত্ররাজনীতিতে বঙ্গবন্ধুর সম্পৃক্ত থাকার চিত্রও পাওয়া যায়। দেশের স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রামের মহানায়কের ২৩ বছরের সংগ্রামী জীবনের প্রথম দিকের জানা-অজানা তথ্যও এসেছে বইটিতে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গত শুক্রবার বইটির মোড়ক উম্মোচন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বইটিতে মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন সম্পর্কিত অনেক অজানা তথ্যের সন্ধান মিলবে। যা সঠিক ইতিহাস জানতে সহায়ক ভূমিকা পালন করবে। কারণ, এটা জাতির পিতার বিপরীত চিন্তার মানুষের কাজ। অর্থাৎ পূর্ব পাকিস্তান সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ১৯৪৮ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধু যেসব রাজনৈতিক কর্মযজ্ঞ করেছেন, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক তথা মেহনতি মানুষের কল্যাণে তিনি কী কী করেছেন, মানুষের মুক্তির জন্য তিনি দেশব্যাপী কী কী কর্মসূচি করেছেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ লিপিবদ্ধ করে ছিল। এই রিপোর্ট জাতির পিতার বিরুদ্ধে হলেও প্রশ্ন উঠতে পারে তবে কেন তা আমরা প্রকাশ করতে গেলাম। আমরা এ জন্য প্রকাশ করেছি যে, বিরুদ্ধ মতের মানুষেরা বঙ্গবন্ধুকে কীভাবে নজরদারিতে রেখেছে, তাদের দৃষ্টিতে জাতির পিতা কোন কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, কী কী আন্দোলন করেছেন এটা পড়ার পর কোনো মানুষের মনে সংশয় থাকবে না। পূর্ব পাকিস্তান সরকারের ইন্টেলিজেন্স বিভাগের বঙ্গবন্ধু সম্পর্কিত নথিগুলো স্পেশাল ব্রাঞ্চের সংগ্রহশালায় সংরক্ষিত ছিল। ধুলাবালি ও ময়লার স্তূপ থেকে তা বের করেন পুলিশের পদস্থ কর্মকর্তারা। যাদের একজন এখন পুলিশের আইজি পদে দায়িত্ব পালন করছেন। পাকিস্তান রাষ্ট্রের জন্য হুমকি হিসেবে গোয়েন্দা সংস্থার দৃষ্টিতে বঙ্গবন্ধুকে কীভাবে দেখা হয়েছে সেটি স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে প্রকাশিত বইটিতে। তাতে আমাদের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদানের বিষয়টি আরও সুস্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ খবর