বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কোটা প্রথার অন্তিম যাত্রা

সব পক্ষের গ্রহণযোগ্য সিদ্ধান্তই কাম্য

কোটা নিয়ে অসন্তুষ্টির অবসানে সরকার গঠিত কোটা পর্যালোচনা সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটি সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কোটা না রাখার সুপারিশ করেছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটি এ দুই শ্রেণিতে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করার সুপারিশ ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছে। সুপারিশে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে অর্থাৎ নবম থেকে ত্রয়োদশ গ্রেড পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিলের কথা বলা হলেও চতুর্দশ থেকে বিংশতম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। স্মর্তব্য, কমিটির এ সুপারিশ প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অনুমোদন পেলে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পেলে আগামী মাসেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে। বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটা ভিত্তিতে সংরক্ষিত। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০, নারী ১০, জেলা ১০, ক্ষুদ্র            নৃ-গোষ্ঠী ৫ ও প্রতিবন্ধী ১ শতাংশ। সরকারি চাকরিতে নিয়োগে কোটার পরিমাণ ৫৬ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে কয়েক মাস আগে জোরালো আন্দোলন গড়ে তোলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তাদের সে আন্দোলন ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ে। আন্দোলনের একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ এপ্রিল সংসদে বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতিই আর রাখা হবে না। তবে পরে সংসদে তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ রাখতে হাই কোর্টের রায় থাকায় এ ক্ষেত্রে কোটা পদ্ধতি থাকবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা প্রথা বাতিলের যে সুপারিশ করা হয়েছে তা হাই কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক হবে না বলে কমিটি সংশ্লিষ্টরা আভাস দিয়েছেন। কোটাসংক্রান্ত কমিটির প্রতিবেদনকে ইতিমধ্যে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ স্বাগত জানিয়েছে। তারা প্রজ্ঞাপনের মাধ্যমে এটির বাস্তবায়ন দাবি করেছে। কোটা পর্যালোচনাসংক্রান্ত কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশের যে কোটা আছে তা থাকবে না। আমরা আশা করব, মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বিশেষ সুবিধা সীমিত পর্যায়ে হলেও চালু রাখা হবে এবং এ ব্যাপারে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য এমন সিদ্ধান্তই নেওয়া হবে।

সর্বশেষ খবর