বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আহলে বায়েতের প্রতি ভালোবাসার মরতবা

মাওলানা মুহাম্মদ আশরাফ আলী

আহলে বায়েতের প্রতি ভালোবাসার মরতবা

কারবালার প্রান্তরে অবৈধ শাসক ইয়াজিদের লেলিয়ে দেওয়া বাহিনীর হাতে শহীদ হন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-সহ আহলে বায়েতের সদস্যরা। উমাইয়া শাসনামলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহলে রায়েত বা রসুল পরিবারের প্রতি ভালোবাসাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার অন্তর্ভুক্ত। রসুলের পরিবারের সদস্য তার পুণ্যবতী স্ত্রীগণ, সন্তান-সন্ততি এবং পরবর্তী প্রজন্ম বা বংশধরদের প্রতি ভালোবাসা রসুলকে ভালোবাসার সঙ্গে সম্পর্কযুক্ত। আল্লাহ ও তাঁর রসুলের প্রতি ভালোবাসার ক্ষেত্রে আহলে বায়েত বা রসুল পরিবার এবং পরবর্তী প্রজন্ম অনন্য অবদান রেখেছে।

রসুল সাল্লাল্লাহু আলাইহি  ওয়াসাল্লাম তাঁর প্রিয় নাতি হজরত হাসানকে (রা.) ভালোবাসতেন নয়নের টুকরা হিসেবে। আল্লাহর রসুল দোয়া করতেন, ‘হে আল্লাহ আমি তাকে ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাস এবং যারা তাকে ভালোবাসে তাদের ভালোবাস’ (বোখারি)। আহলে বায়েতের প্রতি ভালোবাসার দ্বারা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করা যায় সে বিষয়টি স্পষ্ট করা হয়েছে তিরমিজি শরিফের হাদিসে। রসুলে খোদা বলেছেন, ‘আল্লাহকে ভালোবাস তাঁর নেয়ামতের শুকরিয়া হিসেবে, আমাকে ভালোবাস আল্লাহর ভালোবাসার জন্য এবং আমার পরিবারকে ভালোবাস আমার ভালোবাসার জন্য।’

পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, হে রসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমাকে অনুসরণ করো। যাতে আল্লাহও তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ মহাক্ষমাশীল ও পরম দয়ালু।

রসুল সাল্লাল্লাহু আলাইহি  ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ইমানের পূর্বশর্ত। রসুলপ্রেমের পূর্বশর্ত হলো তিনি যাদের ভালোবাসতেন তাদের ভালোবাসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি  ওয়াসাল্লাম তাঁর সাহাবাদের ভালোবাসতে বলেছেন। দীন প্রতিষ্ঠায় সাহাবারা ছায়ার মতো আল্লাহর নবীকে অনুসরণ করেছেন। অসহনীয় দুঃখ-কষ্ট এমনকি নির্যাতন সহ্য করেছেন। কোনো অবস্থায় তারা আল্লাহর হাবিবকে ত্যাগ করেননি। কোনো অবস্থায় তারা হুকুমের বরখেলাপ করেননি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘আমার সাহাবাদের বিষয়ে             আল্লাহকে ভয় কর এবং আমার (মৃত্যুর) পর তাদের (সমালোচনার) লক্ষ্যবস্তুতে পরিণত কর না। যে তাদের ভালোবাসে আমি তাদের ভালোবাসি, যে তাদের ঘৃণা করে আমি তাদের ঘৃণা করি। যে তাদের (সত্তাকে) আঘাত করে তারা আমাকে আঘাত করল, আল্লাহর (সত্তাকে) আঘাত করে এবং যে আল্লাহর (সত্তাকে) আঘাত করে শিগগিরই আল্লাহ তাকে কঠিন আজাবে গ্রেফতার করবেন’ (তিরমিজি ৬০০৫)।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসা­ল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে হলে একই সঙ্গে সাহাবা এবং আহলে বায়েতের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তাদের আলোকিত পথকে নিজেদের পথ হিসেবে বেছে নিতে হবে। আল্লাহ আমাদের রসুলপ্রেমিক হওয়ার তৌফিক দান করুন।

লেখক : ইসলামী গবেষক।

সর্বশেষ খবর