বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মুঘল সম্রাট বাবরের উইল

মৃত্যুর আগে মুঘল সম্রাট বাবর তার ছেলের জন্য ফারসিতে ‘ওয়াসিয়াতনামা-ই-মাখফি’ বা ‘গোপন উইল’ শিরোনামে একটি গোপন নির্দেশনামা রেখে যান। এ উইলটি ভারতের ভূপালের হামিদা লাইব্রেরিতে সংরক্ষিত ছিল। নানলাল সি মেহতা (তিনি এন সি মেহতা নামেই বেশি জনপ্রিয়) এ উইলটি সর্বপ্রথম ইংরেজিতে অনুবাদ করেছিলেন। উইলে বাবর বলেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুনের কাছে জহিরুদ্দিন মুহাম্মদ বাবর বাদশাহ গাজীর গোপন উইল। আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন। সাম্রাজ্যের স্থিতিশীলতার জন্য আমি তোমার কাছে এ নির্দেশাবলি রেখে যাচ্ছি। আমার প্রিয় পুত্র! হিন্দুস্তান একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। মহান আল্লাহর কাছে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, তিনি হিন্দুস্তানকে আমার সাম্রাজ্য হিসেবে দান করেছেন। তোমাকে সব ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে উঠে প্রত্যেক ধর্মের মূলনীতি অনুযায়ী ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। তবে বিশেষ করে হিন্দুস্তানে গরু জবাই থেকে বিরত থাকতে হবে। গরু জবাই থেকে বিরত থাকাই হচ্ছে এ দেশের মানুষের মন জয় করে নেওয়ার একমাত্র উপায়। এ কাজটি করলে সাম্রাজ্যের হিন্দু প্রজারা তোমার অনুগত থাকবে। রাজকীয় নিয়ন্ত্রণের আওতাভুক্ত প্রতিটি সম্প্রদায়ের মন্দির ও উপাসনালয় ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে, যেন তুমি তোমার প্রজাদের নিয়ে সন্তুষ্ট থাকতে পারো। এর ফলে প্রজারাও তোমাকে নিয়ে সন্তুষ্ট থাকবে। উদারতার সাহায্যে এ দেশে ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে। তরবারির সাহায্যে নয়। শিয়া ও সুন্নিদের মতপার্থক্য আমলে নেবে না। শিয়া ও সুন্নিদের মতপার্থক্য হলো ইসলামের ভিতর দিকের একটি দুর্বলতা। চারটি মূলনীতিতে সব ধর্মের প্রজাদের এক কাতারে নিয়ে আসবে। হজরত তাইমুর সাহিব-কিরানির শিক্ষা স্মরণ রাখবে, যাতে শাসনকাজে তুমি পরিপক্বতা অর্জন করতে পারো। কখনো ভাইদের বিরোধিতা করবে না, যদিও এর প্রয়োজন দেখা দেয়। প্রথম জমাদিউল আউয়াল, ৯৩৫ হিজরি।’

অপূর্ব আজাদ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর