বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ব্যাংকিং খাতের সাইবার ঝুঁকি

দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নিন

বাংলাদেশ ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাইবার ঝুঁকি মোকাবিলার সক্ষমতা নিয়ে নতুন করে সংশয় সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর আর্থিক খাত সাইবার ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের গবেষণায় দেখা গেছে, দেশের ২৮ শতাংশ ব্যাংকের সাইবার ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নেই। স্মর্তব্য, ২০১৬ সালের ফেব্র“য়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ সিস্টেমে গচ্ছিত থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা। রিজার্ভ চুরির পর এশিয়ার প্যাসিফিক গ্র“পের (এপিজি) একটি প্রতিনিধি দল ঢাকা সফরের সময় বাংলাদেশ ব্যাংকসহ বাংলাদেশের ব্যাংকগুলোর সাইবার ঝুঁকির বিষয়ে সতর্ক করে দেয়। আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা জোরদার এবং শক্তিশালী সফটওয়্যার ব্যবহারের ব্যাপারে মনোযোগী হতে বলেছে এপিজি। এ ক্ষেত্রে শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এশিয়ার অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক খাতের অভিভাবক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। সাইবার আক্রমণ ঠেকাতে তথ্য-প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছে এপিজি। পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের সাইবার ঝুঁকি ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছে। সাইবার হামলা বিশ্ব অর্থনীতির জন্য এক সাক্ষাৎ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর ফলে প্রতিবছর ৪৫০ বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। শুধুমাত্র গত পাঁচ বছরেই সাইবার হামলার সংখ্যা বেড়েছে ২০০ গুণ। বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ লুট হওয়ার পরও যথাযথ সতর্কতার অভাবে আবারও বিপর্যয় ঘটার সুযোগ থাকছে। আমরা  আশা করব বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান সাইবার হামলার ঝুঁকি ঠেকাতে যথাযথ প্রস্তুতি গ্রহণ করবে। এ ব্যাপারে নিজেদের যে সীমাবদ্ধতা রয়েছে তা দ্রুত কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হবে। যা বাংলাদেশ ব্যাংকসহ ব্যাংকিং খাতের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।

সর্বশেষ খবর