শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সবার ওপরে বাংলাদেশ

আত্মতুষ্টি নয়, দৃঢ়প্রত্যয়ী হতে হবে

অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ যে দ্রুত এগিয়ে যাচ্ছে তাতে সংশয়ের সুযোগ নেই। বিশ্বব্যাংক, আইএমএফ একসময় বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি নিয়ে সংশয়ের মধ্যে থাকলেও তারা এখন মেনে নিয়েছে বাংলাদেশ সেসব বিরল দেশের একটি, প্রবৃদ্ধির দিক থেকে যারা এগিয়ে। বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ২০৩০ সালের বিশ্ব সম্পর্কে আশার কথা শুনিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ২০৩০ সাল নাগাদ যেসব দেশের অর্থনীতির আকার দ্রুত বাড়বে সেই তালিকায় বাংলাদেশ সবার ওপরে। পূর্বাভাসে বাংলাদেশকে সবচেয়ে দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করা হয়েছে। আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি বলেছে, বিশ্বের উন্নত, উন্নয়নশীল ও উদীয়মান ৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপি সবচেয়ে বেশি হারে বাড়বে। বর্তমানে বিশ্বে জিডিপির আকার বিবেচনায় বাংলাদেশের অর্থনীতি ৪২তম। ২০৩০ সালে ১৬ ধাপ এগিয়ে বাংলাদেশ উঠে আসবে ২৬তম স্থানে। ফিলিপাইন, মালয়েশিয়াসহ অনেক দেশকে ২০৩০ সালে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। এ সাফল্য অর্জন হবে ২০১৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত এক যুগে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ৭ দশমিক ১ শতাংশ হারে থাকবে এমন সম্ভাবনার কারণে। এইচএসবিসি তাদের পূর্বাভাসটি প্রস্তুত করেছে ৭৫টি দেশের জনশক্তির আকার, মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নেওয়া পদক্ষেপ, সংশ্লিøষ্ট দেশগুলোর রাজনীতি, বাজার উম্ম ক্তকরণের প্রক্রিয়া ও প্রযুক্তি ব্যবহারের পারঙ্গমতার বিষয়টি বিবেচনায় এনে। স্মর্তব্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বিদায়ী অর্থবছরে জিডিপির আকার ছিল ২২ লাখ ৫০ হাজার ৪৭৯ কোটি টাকা আর প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৬ বা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এইচএসবিসির পূর্বাভাস বাংলাদেশের বর্তমান অগ্রযাত্রার সঙ্গে সংগতিপূর্ণ। তবে এতে আত্মতুষ্টিতে না ভুগে আরও এগিয়ে যেতে প্রত্যয়ী হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর