রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জঙ্গি আস্তানায় অভিযান

শেকড় উৎপাটনের উদ্যোগ নিন

চট্টগ্রামের মিরসরাইয়ের সোনা পাহাড় এলাকার জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানের সময় আত্মঘাতী বোমায় অজ্ঞাত পরিচয় দুই জঙ্গি নিহত হয়েছে। আস্তানা থেকে বেশ কিছু অবিস্ফোরিত গ্রেনেড, অত্যাধুনিক           একে-২২ রাইফেল, তিনটি বিদেশি পিস্তল, বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। র‌্যাব এই জঙ্গি আস্তানার সন্ধান পায় তাদের হাতে ইতিপূর্বে আটক জঙ্গিদের কাছ থেকে। আগামী নির্বাচনকে সামনে রেখে জঙ্গিরা সংগঠিত হচ্ছে এবং তাদের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুদ আছে এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। র‌্যাবের দাবি তাদের অবস্থান টের পেয়ে বাড়ির ভিতর থেকে জঙ্গিরা গুলিবর্ষণ করে এবং কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে র‌্যাবও গুলিবর্ষণ করে। সর্বশেষ ভোর ৪টা নাগাদ বাড়ির ভিতর একটি বড় বিস্ফোরণ হয়। এরপর তাদের আর সাড়া-শব্দ পাওয়া যায়নি। বোমা ডিসপোজাল ইউনিট আসার পর জানা যায়, আত্মঘাতী বোমায় দুই জঙ্গি নিহত হয়েছে। অজ্ঞাত পরিচয় এসব জঙ্গির বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে অনুমান করা হচ্ছে। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, সোনা পাহাড়ের চৌধুরী ম্যানসন থেকে একে-২২ নামের যে রাইফেলটি উদ্ধার করা হয়েছে ঠিক একই রাইফেল ঢাকার হলি আর্টিজানের ঘটনায় জঙ্গিরা ব্যবহার করেছিল। জঙ্গিরা সম্ভবত চট্টগ্রামে নাশকতা সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। গত ২৮ সেপ্টেম্বর সোহেল নামের এক ব্যক্তি নিজের স্ত্রী, শাশুড়ি ও আরও এক ব্যক্তি থাকবে জানিয়ে বাড়ির মালিকের কাছ থেকে তিনটি কক্ষ ভাড়া নেয়। বাড়ির মালিককে সোহেল জানিয়েছিল, পার্শ্ববর্তী বিএসআরএম স্টিল মিলে সে চাকরি করে। চট্টগ্রামের মিরসরাইয়ের প্রত্যন্ত এলাকায় জঙ্গি আস্তানা আবিষ্কৃত হওয়ার বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগজনক। জঙ্গি আস্তানায়  একে-২২ রাইফেলের মতো অস্ত্র উদ্ধার প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পদক্ষেপ সত্ত্বেও জঙ্গিরা থেমে নেই। ভাড়াটিয়াদের সুনির্দিষ্ট পরিচয় পেয়ে ঘর ভাড়া দেওয়া এবং এ সংক্রান্ত তথ্য থানায় বা ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার নিয়ম থাকলেও সোনাপাহাড়ের আস্তানাটি ভাড়া দেওয়ার ক্ষেত্রে তা অনুসৃত হয়নি। আমরা আশা করব সংশ্লি­ষ্ট জঙ্গি আস্তানা সম্পর্কে আরও নিবিড় তদন্ত চালানো হবে এবং জঙ্গিদের শেকড় উৎপাটনে যা যা করা দরকার সব কিছু করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর