সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রাজনীতি হোক রাজনীতিকদের জন্য

রাষ্ট্রপতির আহ্বান অনুসরণীয় হোক

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন দেশের রাজনীতি গরিবের ভাউজের মতো হয়ে পড়েছে। যে কেউ যে কোনো সময় রাজনীতিতে ঢুকে পড়ছে। সরকারি চাকরি করে অবসরের পর বলে আমিও রাজনীতি করব। সরকারি ও বিরোধী দলগুলোর উচিত এ বিষয়গুলো বিবেচনা করা। যারা ছোটবেলা থেকে রাজনীতি করে আসছে রাজনীতিতে তারাই থাকুক। সরাসরি কেউ রাজনীতিতে এসে মন্ত্রী হয়ে যাবে এটা যেন কেমন কেমন লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে রাষ্ট্রপতির বক্তব্য খুবই তাৎপর্যের দাবিদার। গত তিন দশক ধরে দেশের রাজনীতিতে বসন্তের কোকিলদের আনাগোনা অস্বস্তিদায়কভাবে বেড়েছে। তাদের কাছে হার মেনে নিবেদিতপ্রাণ রাজনীতিকরা হয় কোণঠাসা হয়ে পড়ছে নতুবা মাঠ ছেড়ে চলে যাচ্ছে। ফলে রাজনীতি তার চরিত্র হারাচ্ছে। মানুষের সেবা নয় বরং ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি ও অর্থ অর্জন হঠাৎ রাজনীতিকদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রপতি এ অবস্থার পরিবর্তনে ছাত্রসমাজের সহযোগিতা কামনা করেছেন। বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হলে পর্যায়ক্রমে সব জায়গায় নির্বাচন হবে। ছাত্রসমাজ নেতৃত্ব দিলে রাজনীতিতে অনাহুতদের ঢুকে পড়া বাধাগ্রস্ত হবে। আগে এমনটি থাকলেও এখন যে কোত্থেকে কে এসে নেতা হয়ে যায় আল্লাহ মালুম। উড়ে এসে জুড়ে বসার এ ধারা থামানো দরকার। গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেছেন, নিছক চাকরির জন্য উচ্চশিক্ষা নয়। উচ্চশিক্ষার লক্ষ্য হলো নিজে শিক্ষিত হওয়া এবং অন্যকে শিক্ষিত করা; মানবিকবোধ জাগ্রত করা, জীবনকে প্রকৃত অর্থে উপলব্ধি করা; মানবসত্তা দিয়ে পৃথিবীকে আলোকিত করা। উচ্চশিক্ষা নিয়ে সবাই যে প্রতিষ্ঠিত হবে, বিত্ত-বৈভবের মালিক হবে এমনটা নয়। মনুষ্যত্ব বিকাশই হলো উচ্চশিক্ষার মূল লক্ষ্য। সেই অর্জনে আমরা কতটুকু এগোতে পেরেছি তা বিবেচ্য বিষয়। একটি সুষ্ঠু ও মেধাভিত্তিক সমাজ গঠন করতে হলে বিত্তের পরিবর্তে চিত্তের প্রসারকে গুরুত্ব দিতে হবে। না হলে অশুভ অনৈতিক প্রতিযোগিতা সমাজকে রুদ্ধ করে দেবে, মনুষ্যত্বের বিকাশ হবে সুদূরপরাহত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেশের রাজনীতিকে শুদ্ধ পথে নিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার উদ্দেশ্য সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা সংশ্লি­ষ্ট সবার জন্য অনুসরণীয়। মনুষত্বের বিকাশই মানবিক সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখতে পারে। অশুভ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে মানুষকে দূরে রাখতে পারে। যা সবারই কাম্য হওয়া উচিত।

সর্বশেষ খবর