সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দেশে বিনিয়োগের আহ্বান

প্রবাসীদের উৎসাহিত করুক

প্রবাসীদের প্রতি দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বাংলাদেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্র“পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। পূর্ব লন্ডনে বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ সংস্করণের যাত্রা শুরুর অনুষ্ঠানে তাদের এই আহ্বান সময়োপযোগী ও বিশেষ গুরুত্বের দাবিদার। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেছেন, বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সম্মানজনক আসনে বসিয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের মতো বিনিয়োগবান্ধব দেশ পৃথিবীর আর কোথাও নেই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে একমাত্র সামরিক সরকার ছাড়া প্রতিটি সরকারই ছিল ব্যবসাবান্ধব। ১/১১ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ওই সরকার বাংলাদেশকে অন্তত ২০ বছর পিছিয়ে দিয়ে গেছে। ব্যবসায়ীদের ১ হাজার ২০০ কোটি টাকা ওই সময় ওয়ান-ইলেভেনের সরকার নিয়ে নেয়। যার মধ্যে তার নিজের ২৫৬ কোটি টাকাও রয়েছে। লন্ডনে বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ সংস্করণের যাত্রা শুরুর অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি দেশে বিনিয়োগের জন্য পরিকল্পনামন্ত্রীর পাশাপাশি দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর কর্ণধারের আহ্বান তাদের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়। কারণ দেশে বিনিয়োগের পরিবেশ কতটুকু তা ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষেই সবচেয়ে ভালোভাবে মূল্যায়ন করা সম্ভব। ব্রিটেনে বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের বসবাস। ইউরোপজুড়ে তাদের সংখ্যা প্রতিবছরই বাড়ছে। ভাগ্যের সন্ধানে যারা একদিন দেশ ছেড়ে সাত সমুদ্দুর পাড়ি দিয়েছিলেন, তাদের অনেকেই ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। প্রবাসীরা দেশে বিনিয়োগ করলে তাতে একদিকে যেমন ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে অন্যদিকে তাদের দেখাদেখি বিদেশিদেরও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ জোগাবে। বাংলাদেশ ইতিমধ্যে মধ্যম আয়ের দেশের কাতারে পা দিতে সক্ষম হয়েছে। আগামী ২৫ বছরের মধ্যে উন্নত বিশ্বের অন্তর্ভুক্ত হওয়ার স্বপ্ন দেখছে। এই স্বপ্ন পূরণে শিল্প ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগের বিকল্প নেই। বিনিয়োগকারীদের উৎসাহ দানেও সরকারকে আরও বেশি যত্ন বান হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর