শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মানবসম্পদ উন্নয়ন

বাংলাদেশকে আরও এগোতে হবে

মানবসম্পদ উন্নয়নে দক্ষিণ এশিয়ার দুই বড় দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া যে সুসংবাদ তাতে সন্দেহ নেই। বিশ্বব্যাংকের ২০১৮ সালের মানবসম্পদ সূচকে বাংলাদেশের স্থান যেখানে ১০৬তম সেখানে ভারতের স্থান ১১৫ ও পাকিস্তানের ১৩৪তম। সাত দশক আগে বাংলাদেশ, ভারত পাকিস্তান ছিল অখ- ব্রিটিশ ভারতের অংশ। প্রায় চার যুগ আগে বাংলাদেশ ছিল পাকিস্তান নামের অদ্ভুত রাষ্ট্রের অংশ। সাত দশক আগে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ ছিল ভারতবর্ষের বেশির ভাগ এলাকার চেয়ে পিছিয়ে। আর পাকিস্তান আমলে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সব ক্ষেত্রে ছিল বাংলাদেশের মানুষ উপেক্ষার শিকার। ’৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের সময় এটি ছিল প্রকৃত অর্থে এক ধ্বংসস্তূপ। তার পরও চার যুগে বাংলাদেশ প্রায় সব ক্ষেত্রে পাকিস্তানকে ছাড়িয়ে যাওয়ার কৃতিত্ব দেখিয়েছে। মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ ২৭ ধাপ এগিয়ে পাকিস্তানের চেয়ে। ভবিষ্যৎ প্রজম্ম  গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানকে তো বটেই এ মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনৈতিক শক্তি ভারতের চেয়েও ৮ ধাপ এগিয়ে। তবে এতে আত্মপ্রসাদের কোনো সুযোগ নেই। বিশ্ব পরিসরে বাংলাদেশের স্থান মানবসম্পদ উন্নয়নে ১০৬তম। সোজা কথায় বিশ্বের ১০৫টি দেশ এ ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এগিয়ে। এ তালিকায় শীর্ষস্থানে থাকা বেশ কয়েকটি দেশ এশিয়ার। যার অর্থ দাঁড়ায় মানবসম্পদ উন্নয়নে আরও দৃঢ়প্রত্যয়ী হলে এ ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়া সম্ভব ছিল। মানবসম্পদ উন্নয়নে জোরেশোরে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এক দশক ধরে। আমরা আশা করব, ভবিষ্যৎ

প্রজম্মে র জন্য একটি সুখী-সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মানবসম্পদ উন্নয়নকে সরকারের উন্নয়ন পরিকল্পনায় আরও অগ্রাধিকার দেওয়া হবে। এ দেশকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রত্যাশিত সোনার বাংলা হিসেবে গড়ে তোলার সেটিই প্রকৃষ্ট পথ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর