শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঢাবিতে প্রশ্ন ফাঁস

ঘ ইউনিটে ফের ভর্তি পরীক্ষা নিন

ভর্তি পরীক্ষা নেওয়া হয় ভর্তিচ্ছুকদের মধ্য থেকে যারা সবচেয়ে মেধাবী তাদের বেছে নেওয়ার জন্য। সে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে পুরো ভর্তি প্রক্রিয়া প্রহসনে পরিণত হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ও এই অধঃপতিত অবস্থা থেকে মুক্ত নয়। প্রশ্নপত্র ফাঁস বন্ধে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেওয়ার বদলে উটপাখির মতো ঝড়ের সময় বালুতে মুখ গুঁজে বাস্তবতাকে এতকাল কার্যত অস্বীকার করার চেষ্টা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে অবশ্য তারা পুরনো অবস্থানে পরিবর্তন এনেছেন। স্বীকার করেছেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। উপাচার্যের এ স্বীকারোক্তি অবশ্যই প্রশংসার দাবিদার। তবে প্রশ্নপত্র ফাঁস সত্ত্বেও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল না করে কর্তৃপক্ষ নিজেদের নৈতিক অবস্থানকে কার্যত প্রশ্নবিদ্ধ করেছেন। প্রশ্ন ফাঁস যে ভর্তি পরীক্ষাকে প্রহসনে পরিণত করছে এ সহজ সত্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের না জানার কথা নয়। কারণ প্রহসনের ওই ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের একাংশ যে মেধার গুণে নয়, জালিয়াতির কারণে উত্তীর্ণ হয়েছেন তা সহজেই অনুমেয়। এ ভর্তি পরীক্ষার বৈধতা স্বীকার করে নেওয়ার অর্থ প্রকারান্তরে জালিয়াতিকে মেনে নেওয়ার নামান্তর। আমরা আশা করব, নিজেদের সুনামের স্বার্থেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘ ইউনিটের ফলাফল বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেবেন। ভর্তি পরীক্ষার ডিজিটাল জালিয়াতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যারা জড়িত তাদের খুঁজে বের করাও তাদের কর্তব্য হিসেবে বর্তায়। এ প্রক্রিয়ায় যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে আমরা এমনটিই দেখতে চাই। যেসব শিক্ষার্থী এই জালিয়াতিতে অংশ নিয়েছেন তাদের ক্ষেত্রেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে জালিয়াতদের সব শিক্ষা সনদ বাতিলের এবং অভিভাবকদের কোনো দায় থাকলে তাদেরও আইনের আওতায় নেওয়ার কথা ভাবা যেতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর