শিরোনাম
শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জামিন পেয়ে আবারও জঙ্গিবাদে

ওদের ব্যাপারে সতর্ক থাকতে হবে

নরসিংদীতে দুটি জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে একটিতে এক নারীসহ দুই জঙ্গি নিহত হয়েছেন, অন্যটিতে গোলাগুলি শেষে দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছেন। নিহত ও আত্মসমর্পণকারী তিন নারী ইতিপূর্বে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার দায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন। তাদের মধ্যে নরসিংদীতে আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গি গত বছরের ২ এপ্রিল এবং নিহত নারী জঙ্গি ২৩ মার্চ জামিন পেয়ে আবারও জঙ্গি তৎপরতায় জড়িত হন। নিহত পুরুষ জঙ্গি নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধান হিসেবে কাজ করতেন। জঙ্গিবাদের অভিযোগে গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়ে নারী জঙ্গিদের আবারও জঙ্গিবাদের সঙ্গে জড়িত হওয়ার খবর নিঃসন্দেহে একটি উদ্বেগজনক ঘটনা। নিহত ও আত্মসমর্পণকারী তিন নারী জঙ্গি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। যে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার সঙ্গে মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালনকারী একটি উগ্রপন্থি রাজনৈতিক দলের সংশ্লিøষ্টতা রয়েছে। জামিন পাওয়ার পর আবারও জঙ্গিবাদে জড়িয়ে পড়া এবং পূজা ও আসন্ন নির্বাচনের সময় জঙ্গি তৎপরতা চালানোর প্রস্তুতি নেওয়ার যে তথ্য আটক দুই জঙ্গির কাছ থেকে মিলেছে তাতে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। প্রমাণিত হয়েছে, মগজ ধোলাইয়ের শিকার জঙ্গিদের অপরাধকে খাটো করে দেখার সুযোগ নেই। এ পর্যন্ত যেসব পুরুষ জঙ্গি জামিন পেয়েছেন তাদের উল্লেখযোগ্য অংশের কোনো খোঁজ নেই এবং আশঙ্কা করা হচ্ছে তারা আবারও জঙ্গিবাদে জড়িত হয়ে দেশ ও জাতির সর্বনাশের ছক কষছেন। নারী জঙ্গিরাও যে এর ব্যতিক্রম নন, জামিন পাওয়া তিন নারী জঙ্গির আবারও অপতৎপরতায় জড়িত হওয়া সে প্রমাণই বহন করছে। এ প্রেক্ষাপটে জঙ্গিদের জামিন দেওয়ার ব্যাপারে আরও সচেতনতার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। জামিনপ্রাপ্তদের ওপর নজরদারি বিশেষত তাদের পরিবারকে এ ব্যাপারে দায়বদ্ধ করার বিষয়টি ভাবা যেতে পারে। জঙ্গিবাদের সঙ্গে যেহেতু ইসলামের দূরতম সম্পর্কও নেই সেহেতু বিপথগামীদের সঠিক পথে আনার জন্য ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধকরণের কর্মসূচি নেওয়ার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।

সর্বশেষ খবর