শিরোনাম
মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শিল্প খাতের বহুমুখীকরণ

কর্মসংস্থানের পাশাপাশি রপ্তানিও বাড়াবে

বাণিজ্যে বসতি লক্ষ্মী- এটি একটি বাংলা প্রবচন। সমৃদ্ধির জন্য দেশকে ব্যবসা-বাণিজ্য, শিল্প ক্ষেত্রে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। ১৭ কোটি মানুষের এই দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হলেও শিল্প ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। শিল্পের বহুমুখীকরণের মাধ্যমে নতুন নতুন কাজ সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের পথ উদ্ভাবন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার ডিসিসিআইর ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে সংগত কারণেই রপ্তানি আয় বাড়াতে পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি নতুন রপ্তানি বাজার খোঁজার ওপর গুরুত্বারোপ করেছেন। বলেছেন, শিল্পের বহুমুখীকরণে বিশ্বের চাহিদার দিকে খেয়াল রাখতে হবে। কোন দেশে কী চাহিদা আছে, আর বাংলাদেশ কী জোগান দিতে পারে, সেদিকে নজর রেখে দেশের ব্যবসায়ীদের এগোতে হবে। বেসরকারি খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেছেন, শুধু কৃষির ওপর নির্ভর না করে দেশে যাতে শিল্পায়ন হয়, সেদিকে দৃষ্টি দেওয়া হচ্ছে। খাদ্যের জোগানে কৃষির প্রয়োজন। ১৬ কোটি মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করতে হবে। কারণ, বেসরকারি খাতই পারে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে, উন্নত করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামীতে তার দল পুনর্নির্বাচিত না হলে দেশের উন্নয়নে অনিশ্চয়তার সৃষ্টি হবে। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ক্ষমতায় থাকার সময় দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কিন্তু সাত বছর পর আবার ক্ষমতায় এসে দেখতে হয়েছে সবকিছু পিছিয়ে গেছে। দেশে সংসদীয় পদ্ধতির গণতন্ত্র চালু রয়েছে। আগামী নির্বাচনে দেশের মানুষ ভোট দিলে তার দল ক্ষমতায় থাকবে নতুবা নয়। তবে আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকবে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে রপ্তানি আয় বহুমুখী করার যে তাগিদ দিয়েছেন তা খুবই প্রাসঙ্গিকতার দাবিদার। ২০৩০ সালের মধ্যে বিশ্বের ২৮তম ও ২০৫০ সালের মধ্যে ২৩তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতার যেমন দরকার তেমন চাই ব্যাপক শিল্পায়ন। রপ্তানি বহুমুখী করার ক্ষেত্রেও নিতে হবে ফলপ্রসূ উদ্যোগ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর