শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

আত্মপ্রসাদ নয় আরও এগোবার প্রত্যয়

বাংলাদেশ প্রতিদিন জম্ম লগ্ন থেকেই দেশবাসী তথা পাঠকদের প্রতি দায়বদ্ধতাকে করণীয় কর্তব্য হিসেবে বেছে নিয়েছে। ‘আমরা জনগণের পক্ষে’ এ স্লেøাগানকে পথপরিক্রমার পাথেয় হিসেবে বেছে নেওয়ায় দেশের পাঠকদের সবচেয়ে বড় অংশকে নিজেদের পাশে পেয়েছে বাংলাদেশ প্রতিদিন। অর্ধযুগেরও বেশি সময় ধরে সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিরীক্ষায় বাংলাদেশ প্রতিদিনকে দেশের সবচেয়ে বেশি প্রচারিত পত্রিকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতি সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান ‘পরিপ্রেক্ষিত’ পরিচালিত ‘বাংলাদেশের ছাপা সংবাদমাধ্যমের কি মৃত্যু হবে?’ শীর্ষক গবেষণায়ও উঠে এসেছে দেশের সংবাদপত্রজগতে পাঠকপ্রিয়তার দিক থেকে সবার ওপরে বাংলাদেশ প্রতিদিনের নাম। এতে বলা হয়েছে, দেশের সংবাদপত্রগুলোর মধ্যে মুদ্রণ সংস্করণে ৬৮ লাখ ৬৪ হাজার পাঠক নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। পাঠকসংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রথম আলো। পত্রিকাটির পাঠকসংখ্যা ৫৫ লাখ ৯২ হাজার। তৃতীয় অবস্থানে ২৬ লাখ ৪০ হাজার পাঠক নিয়ে রয়েছে কালের কণ্ঠ। চতুর্থ অবস্থানে যুগান্তর, পঞ্চম অবস্থানে রয়েছে আমাদের সময়। গবেষণা প্রতিবেদনে দেখা যায়, বর্তমান ডিজিটাল বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে অনলাইন সংবাদমাধ্যম। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় দেশে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন সংবাদমাধ্যমের সংখ্যা। ধারণা করা হয়, নিকট ভবিষ্যতে এই মাধ্যমের জনপ্রিয়তা টেলিভিশন ও সংবাদপত্রকেও ছাড়িয়ে যাবে। কালের বিবর্তনে পশ্চিমা অনেক বড় মিডিয়া হাউসও তাদের ছাপা সংস্করণ বন্ধ করে অনলাইনে কার্যক্রম চালাচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের ছাপা সংবাদপত্রগুলোর হালহকিকত অনুসন্ধানে পরিপ্রেক্ষিতের গবেষণাটি পরিচালিত হয়। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত গবেষণায় সারা দেশের ১ হাজার লোকের সাক্ষাৎকার নেওয়া হয়। গবেষণায় যে বিষয়টি নিশ্চিত হয়েছে তা হলো, বাংলাদেশে ছাপা সংবাদপত্রের মৃত্যুর সম্ভাবনা আপাতত নেই। ছাপা সংবাদপত্র বরং দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। দেশের ২৩ শতাংশ অর্থাৎ ৩ কোটি ৬৮ লাখ মানুষ এখন পত্রিকার পাঠক। পরিপ্রেক্ষিতের গবেষণায় বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ অবস্থান আত্মপ্রসাদ নয়, আমাদের আরও দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে। আরও উচ্চ শিখরে ওঠার প্রয়াসে পাঠক, শুভানুধ্যায়ী, লেখক, বিজ্ঞাপনদাতা সবার সহযোগিতা অব্যাহত থাকবে এটিই আমাদের বিনম্র প্রার্থনা।

সর্বশেষ খবর