রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আশুলিয়ায় গ্যাস দুর্ঘটনা

আর কোনো ট্র্যাজেডি কাম্য নয়

রাজধানীর আশুলিয়ায় গ্যাসের আগুনে এক পরিবারের পাঁচ সদস্যের সবাই দগ্ধ হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে রাজধানীর অদূরে আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়ার মানিকগঞ্জপাড়া এলাকার কবরস্থান রোডে জনৈক আবদুল হামিদের মালিকানাধীন দুইতলা ভবনের নিচতলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে পুলিশ আটক করেছে। দগ্ধ পাঁচজনের মধ্যে গৃহকর্তা আরব আলীর শরীরের ৬০ শতাংশ, তার স্ত্রী হাসিনার ৯৬ শতাংশ, পুত্র রউফের ৮৮ শতাংশ, পুত্রবধূ রিপার ৭ শতাংশ এবং তার মেয়ে আয়েশার শরীরের ৩২ শতাংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশের ধারণা, ওই বাসার গ্যাসলাইনে কোথাও ছিদ্র ছিল। সেই ছিদ্র থেকে পুরো বাড়িতে গ্যাস ছড়িয়ে  পড়ে। সকালে বাড়ির কোনো সদস্য রান্নার জন্য আগুন ধরানোর চেষ্টা করতেই বিস্ফোরণ ঘটে এবং পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণের কারণে বাড়ির জানালা-দরজাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে পথমে পার্শ্ববর্তী বরণ এলাকার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ উঠেছে ওই এলাকার অধিকাংশ বাড়িতেই অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। রাজধানী ও সংলগ্ন এলাকায় গ্যাস দুর্ঘটনায় হতাহতের ঘটনা মাঝে মধ্যে ঘটলেও নাগরিক সচেতনতা ও সতর্কতার অভাবে দুর্ঘটনার রাশ টেনে ধরা সম্ভব হচ্ছে না। মাত্র এক পক্ষ আগে উত্তরখানে একই পরিবারের আট সদস্যের অগ্নিদগ্ধ হওয়ার রেশ না কাটতেই আশুলিয়ায় গ্যাস দুর্ঘটনা যে ট্র্যাজিডির জš§ দিয়েছে একটু সতর্কতা অবলম্বন করলেই হয়তো এড়ানো সম্ভব হতো। আমরা আশা করব দুর্ঘটনার কারণ উদঘাটনে যথাযথ তদন্ত করা হবে। গ্যাস দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ খবর