সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রিমোট কন্ট্রোল সিগন্যাল

ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় অবদান রাখুক

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে রিমোট কন্ট্রোল অটোমেটিক বিদ্যুতিক সিগন্যালের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর দুই সিটি করপোরেশনের ৮৮টি সড়ক-মোড়ের ৬২টি ইন্টারসেকশনকে রিমোট কন্ট্রোল অটোমেটিক বৈদ্যুতিক সিগন্যালের আওতায় আনা হচ্ছে। যন্ত্রের মাধ্যমে সময় নির্ধারণ করে রিমোট কন্ট্রোল ব্যবস্থায় ট্রাফিক পুলিশ বক্স থেকে সংশ্লি­ষ্ট সিগন্যালগুলো নিয়ন্ত্রণ করা হবে। রিমোট সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে ডায়াগ্রামেও পরিবর্তন আনা হচ্ছে। এ জন্য ভারত থেকে আনা হয়েছে দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম। প্রাথমিক অবস্থায় সাতটি মোড়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এতে সফলতা অর্জিত হলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কার্যক্রম। পর্যায়ক্রমে বাকি সব ইন্টারসেকশনে রিমোট কন্ট্রোল অটোমেটিক বৈদ্যুতিক সিগন্যাল ব্যবস্থাপনা চালু করা হবে। এ প্রকল্পের জন্য বিদেশ থেকে ইতিমধ্যেই ২৭ কোটি টাকা ব্যয়ে ১৩৪টি রিমোট কেনা হয়েছে। প্রতিটি ইন্টারসেকশনের জন্য থাকছে দুটি রিমোট। প্রথমে পরীক্ষামূলকভাবে সিগন্যাল ব্যবস্থাটি বাংলামোটর ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে চালু করা হয়েছে। এ দুটি স্থানে কোনো ত্র“টি-বিচ্যুতি ধরা পড়লে অন্যগুলোতে তা পরিহারের ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে রাজধানীর ২০টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালে গাড়ি চলছে। দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা সিগন্যাল বাতিগুলো মেরামত করে যানবাহন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর যানবাহন চলাচলকে রিমোট কন্ট্রোল স্বয়ংক্রিয় বৈদ্যুতিক সিগন্যালের আওতায় আনার সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এর ফলে ট্রাফিক নিয়ন্ত্রণে কম লোকবলে বেশি সাফল্য অর্জিত হবে। ট্রাফিক সিগন্যালের বিভিন্ন পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন চালকদের ওপর আরও বেশি নজর রাখতে সক্ষম হবে। সিগন্যাল ভঙ্গকারী চালকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়াও সহজতর হবে। রাজধানীর যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই রিমোট কন্ট্রোল অটোমেটিক বৈদ্যুতিক সিগন্যাল পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শুধু এ পদ্ধতির মাধ্যমেই শৃঙ্খলা ফিরে আসবে তেমনটি ভাবার অবকাশ নেই। যেখানে সেখানে গাড়ি পার্কিং,  রাস্তা অপদখল, যেখানে সেখানে বাসে যাত্রী ওঠা-নামাসহ অন্যান্য ক্ষেত্রে যে বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে তাতেও রাশ টেনে ধরতে হবে।

সর্বশেষ খবর