সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিককে হুমকি

দায়ী এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিন

ক্ষমতাধারীরা ক্ষমতার দাপট দেখাবেন এটা চিরাচরিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে ও দেশবাসীও তাতে অভ্যস্ত হয়ে পড়েছেন। কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াসের ক্ষমতার দর্প নিয়ে আমাদের ভিন্ন কোনো অভিযোগ নেই। তবে তিনি কালের কণ্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথকে তার ধর্মীয় পরিচয় তুলে যেভাবে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাম্প্রদায়িক বিদ্বেষে ভরা তার হুমকি-ধমকির ৫৫ সেকেন্ডের একটি অডিও রেকর্ড গত শনিবার সকাল থেকে ইউটিউব ও ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে কক্সবাজারে চলছে তীব্র সমালোচনা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন অসাম্প্রদায়িক জোটের একজন আইন প্রণেতার মুখে সাম্প্রদায়িক বিষবাষ্পে ভরা কথা শুনে ক্ষুব্ধ হয়ে উঠেছে সব সম্প্রদায়ের মানুষ। তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কারসহ কঠোর শাস্তির দাবি তুলেছে বিভিন্ন সংগঠন। সাংবাদিক ছোটন কান্তি নাথের অভিযোগ, গত ২৮ অক্টোবর রাত ৮টার দিকে সাংসদ ইলিয়াছ মোবাইল ফোনে ছোটনের ধর্মীয় পরিচয় তুলে কুরুচিপূর্ণ ও অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় তিনি তাকে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় জড়িয়ে জেল খাটানোরও হুমকি দেন। কথার শেষে গিয়ে তিনি পুরো হিন্দু সম্প্রদায়কে নিয়েও কুরুচিপূর্ণ ভাষায় গালি দেন। এমপির পাশাপাশি তার লালিত আরও কয়েক ব্যক্তি মোবাইল ফোনে এবং ফেসবুকে একই ধরনের হুমকি দেয়। ‘এ অবস্থায় ছোটন কান্তি নাথ যে কোনো সময় অপহরণ এবং হত্যাকান্ডের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন। এ জন্য তিনি থানায় জিডি করেছেন। কক্সবাজারের চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্যের আচরণ শুধু একজন সাংবাদিকই নয়, তার নির্বাচনী এলাকার সব মানুষকেও অপমান করার শামিল। একজন সংসদ সদস্যের কাছ থেকে মানুষ সুরুচি ও সুবিবেচনাই আশা করে। একজন সাংবাদিককে অকারণে হুমকি দিয়ে এবং একটি ধর্মীয় সম্প্রদায়কে অপমান করে তিনি নিজের বিকৃত রুচির প্রমাণ রেখেছেন। আমরা আশা করব মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি দলের ওই অর্বাচীন সদস্যের বিরুদ্ধে দলীয়ভাবে পদক্ষেপ নেবে। সংসদ সদস্য ইলিয়াসের প্রতিহিংসার হাত থেকে হুমকির শিকার সাংবাদিকের সুরক্ষায় প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে এমনটিও কাম্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর