মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফিটনেসহীন গাড়ির তালিকা

আদালতের নির্দেশ সঠিকভাবে পালিত হোক

ফিটনেসবিহীন পরিবহনের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এজন্য ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যানবাহনের হালহকিকত দেখা বিআরটিএর দায়িত্বের মধ্যে বর্তায়। তবে এ উদ্যোগ নিয়েছেন তারা হাই কোর্টের নির্দেশে। এ নির্দেশনা পালনে গত ২৩ অক্টোবর বিআরটিএর চেয়ারম্যান ১৬ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। এ কমিটি সারা দেশে যানবাহনের ভিতর ও বাইরের ফিটনেস দেখে একটি তালিকা তৈরি করে আদালতে দাখিল করবে। গত ৩১ জুলাই বিশেষজ্ঞ কমিটির দ্বারা ফিটনেসহীন পরিবহনের ওপর জরিপ চালিয়ে তিন মাসের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ চেয়ারম্যান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিবের নেতৃত্বে অভিজ্ঞদের দ্বারা কমপক্ষে ১৫ সদস্যের একটি স্বাধীন ও নিরপেক্ষ অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। পরে ওই কমিটির দ্বারা ফিটনেসবিহীন গাড়ির ওপর জরিপ করে তিন মাসের মধ্যে তা প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বলা হয়। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ ওই আদেশ দেয়। তার পর থেকে হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে বিআরটিএ। ফিটনেসবিহীন যানবাহনের তালিকা তৈরির যৌক্তিকতা নিয়ে কারোর সংশয়ের সুযোগ নেই। এটি ট্রাফিক বিভাগসহ সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষগুলোর প্রাত্যহিক দায়িত্ব হিসেবে বিবেচিত হওয়া উচিত। সারা বছর কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন থেকে হঠাৎ আদালতের নির্দেশে ফিটনেসবিহীন যানবাহনের যে তালিকা তৈরি হচ্ছে, তাতে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষগুলো কতটা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন তা সংশয়ের ঊর্ধ্বে নয়। যানবাহনের ফিটনেস দেখভাল করার দায়িত্ব যাদের তাদের অবহেলায় দেশের বেশির ভাগ গাড়িই লক্কড়-ঝক্কড় হয়ে পড়েছে। বাড়ছে সড়ক দুর্ঘটনা ও ঘটছে জীবনহানি। আমরা চাই ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষগুলো তাদের কঠোর মনোভাব অব্যাহত রাখবে। পরিবহন ক্ষেত্রে যে বিশৃঙ্খলা বিরাজ করছে তার অবসানে যথাযথ নজরদারির কোনো বিকল্প নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর