মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ইতিহাস

প্রথম মুরাদ

মুরাদের ক্ষমতালাভের সময় রাজা পঞ্চম জন প্যালিওলোগাসের আমলে গ্রিক সাম্রাজ্যের অধঃপতন হয় এবং এই সুযোগে তুর্কি বাহিনী থ্রেসে অভিযান চালায়। মুরাদের দুজন অভিজ্ঞ সেনাপতি- এভরেনস ও লালাসোলিন দার্দানেলিস অতিক্রম করে কির্ক কিনিসি দখল করেন। ইত্যবসরে মুরাদ স্বয়ং সৈন্য পরিচালনা করে ১৩৬৩ খ্রিস্টাব্দে ইসকিয়াব নামক স্থানে সংঘটিত যুদ্ধে গ্রিক বাহিনীকে পরাজিত করেন। এর ফলে আদ্রিয়ানোপল মুরাদের হস্তগত হয়। অতঃপর লালাসোলিন বুলগেরিয়া অভিযান করে ফিলিপোপোনিস অধিকার করেন। গ্রিক সম্রাট মুরাদের সঙ্গে সন্ধি করতে বাধ্য হন এবং রাজ্য পুনর্দখল করে ও বুলগেরিয়াকে সাহায্যদান প্রভৃতি থেকে বিরত থাকতে অঙ্গীকারবদ্ধ হন। বুলগেরিয়ায় তুর্কি মুসলিম সৈন্যের অভিযানে ইউরোপের খ্রিস্টানরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং পোপ পঞ্চম উরবানের প্ররোচনায় হাঙ্গেরির রাজা এবং বসনিয়া, সার্বিয়া ও ওরালাচিরার নৃপতিরা মুরাদের বিরুদ্ধে থ্রেসে অভিযান করেন। ১৩৬৩ খ্রিস্টাব্দে মারিৎজা নদীর তীরে সংঘটিত যুদ্ধে তুর্কি  বাহিনী খ্রিস্টান বাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়। এ যুদ্ধের ফলে বলকান পর্বতমালার দক্ষিণাঞ্চল তুর্কি সাম্রাজ্যভুক্ত হয়। এভারসলের মতে, ‘মারিৎজার যুদ্ধ খ্রিস্টানদের জন্য মৃত্যুবাণ হিসেবে কাজ করে।’ এর অবশ্যম্ভাবী ফল ছিল মুরাদের ইউরোপ জয়ের পরিকল্পনা এবং এর বাস্তবায়নের জন্য তিনি তার রাজধানী ব্র“সা থেকে থ্রেসে ও ডেমিটিকায় স্থানান্তর করেন। এর ফলে বুলগেরিয়ায় অভিযান করা মুরাদের পক্ষে সহজতর হয়।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর