শিরোনাম
বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ

জনস্বার্থ রক্ষায় অভিনন্দনযোগ্য পদক্ষেপ

পানির আরেক নাম জীবন। পানি ছাড়া জীবন ধারণ অলীক কল্পনার শামিল। বাংলাদেশকে বলা হয় পানির দেশ। নদ-নদীবিধৌত এই দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণও সন্তোষজনক। তার পরও সুপেয় পানির অভাব এ দেশে প্রবল। রাজধানী ঢাকার পৌনে দুই কোটি মানুষের জন্য ঢাকা ওয়াসার পক্ষ থেকে পাইপের মাধ্যমে যে পানি সরবরাহ করা হয় তার মান নিয়েও রয়েছে হরেক প্রশ্ন। এ প্রেক্ষাপটে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় পাইপের মাধ্যমে সরবরাহকৃত ওয়াসার পানি নিরাপদ কিনা তা পরীক্ষার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে এমন প্রতিবেদন যুক্ত করে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেয়। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেওয়া হয়। কমিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইসিডিডিআরবি, ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ এবং একই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিক্যাল সায়েন্স বিভাগের একজন করে প্রতিনিধি রাখতে বলা হয়েছে। একই সঙ্গে নিরাপদ পানি সরবরাহে কর্তৃপক্ষের অবহেলা ও নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুলও জারি করেছে হাই কোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ওয়াসার এমডিসহ আটজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের রিট আবেদনে বলা হয়, দেশের সাড়ে ৭ কোটি মানুষ অনিরাপদ উৎসের পানি পান করে। ৪১ শতাংশ পানির নিরাপদ উৎসগুলোতেও রয়েছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। ১৩ শতাংশ পানিতে রয়েছে আর্সেনিক। পাইপের মাধ্যমে সরবরাহ পানিতে এ ব্যাকটেরিয়ার উপস্থিতি প্রায় ৮২ শতাংশ। স্মর্তব্য, গত ১১ অক্টোবর বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে রাজধানী ঢাকায় ব্যবহৃত পানিতে ব্যাকটেরিয়াসহ নানা ধরনের ক্ষতিকর উপাদান থাকার কথা বলা হয়েছে। রাজধানীতে সরবরাহকৃত ওয়াসার পানি নিরাপদ কিনা, তা পরীক্ষার জন্য আদালতের নির্দেশ অভিনন্দনযোগ্য এবং প্রশংসার দাবিদার। নগরবাসীকে পানযোগ্য পানি সরবরাহ করার ক্ষেত্রে আদালতের এ উদ্যোগ অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।

সর্বশেষ খবর