বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজনৈতিক কারণে গ্রেফতার নয়

কর্তৃপক্ষীয় নির্দেশনা প্রশংসার দাবিদার

রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার না করার নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ-সংক্রান্ত নির্দেশনাগুলো জারি করা হয়েছে অনানুষ্ঠানিকভাবে। কারণ সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার কিংবা কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে না। সে হিসেবে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দায়ের ও গ্রেফতারের অভিযোগে পুলিশের পক্ষ থেকে বার বার বলা হয়েছে তারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সংশ্লিøষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন। সরকারি ও বিরোধী দলের সংলাপে গায়েবি মামলা ও গণভাবে গ্রেফতারের বিরুদ্ধে অভিযোগ করা হলে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়। প্রতিশ্রুতি দেওয়া হয় রাজনৈতিক কারণে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে তারা দেখবেন। তারই প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপির পক্ষ থেকে রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার না করার যে অনানুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রশংসার দাবিদার। সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর জাতীয় ঐক্যফ্রন্ট তাদের রাজশাহী অভিমুখী লংমার্চ প্রত্যাহার করে। আশা করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ নির্দেশনা দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে অবদান রাখবে। বিরোধীদলীয় নেতা-কর্মীরা সক্রিয় হওয়ার সুযোগ পাবেন। নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টিতেও তা অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের পর থেকে সারা দেশে রাজনৈতিক কারণে মামলা দায়ের কিংবা গ্রেফতারের ঘটনা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। আশা করা হচ্ছে, অনানুষ্ঠানিক নির্দেশনার পর পুলিশ আরও নমনীয় হবে। তবে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার কিংবা কোনো অঘটনের ক্ষেত্রে মামলা দায়েরের বেলায় এ নির্দেশনায় বাদ সাধা হয়নি। নির্বাচন সামনে রেখে সহিষ্ণু রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে প্রশাসন ইতিমধ্যে সভা-সমাবেশে বাধাদানের পথ থেকে সরে এসেছে। পক্ষান্তরে বিরোধী দলের পক্ষ থেকেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা তাদের সব কার্যক্রম শান্তিপূর্ণভাবে পালন করতে আগ্রহী। এ মনোভাব নির্বাচনী উপযোগী পরিবেশ ও গণতন্ত্রচর্চায় উৎসাহ জোগাবে বলে আমাদের বিশ্বাস।

সর্বশেষ খবর