মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভেষজ

সর্পগন্ধা

রিসারপিন হচ্ছে এক ধরনের অ্যালকালয়েড, যা সর্পগন্ধা উদ্ভিদ থেকে পাওয়া যায়। ১৯৫২ সালে সর্বপ্রথম সর্পগন্ধা উদ্ভিদের শিকড় থেকে রিসারপিন পৃথক করা হয়, যা প্রাকৃতিক উপায়ে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয়। রিসারপিন অনিদ্রা, উচ্চ রক্তচাপ, কলেরা ও ব্রেনের বিভিন্ন সমস্যায় কাজ করে। বর্তমানে আধুনিক চিকিৎসায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রিসারপিন ব্যবহার করা হয়। রিসারপিনের রাসায়নিক গঠন হচ্ছে C33H40N2O9 এবং এর ওজন ৬০৮.৫৮। রিসারপিন পানিতে অদ্রবণীয় কিন্তু ক্লোরোফর্ম, ক্লোরাইড গ্লালিকেল অ্যাসিটিক অ্যাসিড মিথাইল, বেজজিনে দ্রবণীয়। রিসারপিনের গলনাঙ্ক ২৬৪.৫ ডিগ্রি সেলসিয়াস। রিসারপিন হালকা হলুদ বর্ণের এবং এটা গন্ধহীন ক্রিস্টালাইন পাউডার। রিসারপিনের রাসায়নিক নাম মিথাইল ১৮বি-হাইড্রোকি-১১, ১৭ আলফা-ডাইমিথোক্সি ৩বি।

রাসায়নিক গঠন : রিসারপিন ভাসকুলার মনোঅ্যামিন ট্রান্সপোটারের (VMAT) বা এর কার্যকারিতা বন্ধ করে দেয়। এটা ব্রেনে নোরইপিনিফিরিন, সেরোটনিন ও ডোপামিন সরবরাহ ঠিক রাখে এবং পরবর্তী সময়ে সিনাপটিক ক্লাসমুক্ত হয়। স্নায়ুকোষ সাইট্রোপ্লাজম ও প্রোস্ট সাইনাপ্টিক সেলে (MAO) তে মেটাবোলাইজম হয়। রিসারপিনে শরীর থেকে (VMAT) হ্রাস করে। রিসারপিন শরীরে দীর্ঘ সময় কাজ করে। রিসারপিন সর্পগন্ধার শিকড়ে পাওয়া যায়; যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে। ’৫২ সালে এক গবেষণায় দেখা যায়, রিসারপিন এক ধরনের অ্যালকালয়েড যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সর্পগন্ধার শিকড়ে ২০ ধরনের অ্যালকালয়েড আছে; যা সিস্টলিক ও ডায়াস্টলিক প্রেসারকে কমিয়ে দেয়। ৩৯ জন রোগী নিয়ে এক পরীক্ষায় দেখা যায়, তারা যদি রিসারপিন গ্রহণ করেন তাদের সিস্টলিক প্রেসার ১৭ মি.মি. মারকারি থাকে। রিসারপিন রক্তবহ সূক্ষ্ম শিরাগুলোকে রক্ত চলাচল স্বাভাবিক রাখে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। হাইলিপিড কনটেন্ট বা হাইপার-লিপিডিমিয়া শরীরের জন্য ক্ষতিকর যা এথারোস্কে¬রোসিস মায়োকার্ডিয়াল ইনফেকশন, ইসচেমিক হার্টডিজিজ, স্ট্রোক ঝুঁকি বাড়িয়ে দেয়। হাইপার-লিপিমিডিয়া জেনেটিক ফ্যাক্টরের কার্যকারিতা বাড়িয়ে দেয়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায়, অনেক সময় মৃত্যু ঘটে। রিসারপিনসমৃদ্ধ সর্পগন্ধা একটি সুপরিচিত উদ্ভদ, যাতে ২০ ধরনের অ্যালকালয়েড পাওয়া যায়, যা হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর