মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টেস্ট সিরিজ জয়

আরও উচ্চতায় উঠল টাইগাররা

ক্রিকেট বিশ্বের একসময়কার দাপুটে ও অভিজাত দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে সিরিজ জয় করেছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ প্রতিপক্ষের সমীহ অর্জন করলেও টেস্টে এখনো পেছনের কাতারে। টাইগাররা এ পর্যন্ত ১১২টি টেস্ট খেলেছে এবং এর মধ্যে জয় পেয়েছে ১৩টিতে। ৫৭টি টেস্ট সিরিজে এটি চতুর্থ সিরিজ জয়। টেস্টে কোনো দলকে প্রথমবারের মতো ইনিংস পরাজয়ের কৃতিত্ব দেখিয়েছে টাইগাররা। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ মাত্র আড়াই দিনে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী হলেও ব্যবধানটা ছিল ৬৪ রানের। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫০৮ রানের পাহাড় গড়ে তোলে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে মাত্র ১১১ রানে আউট হয়ে গেলে ফলোঅনে পড়ে। দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে তারা অলআউট হলে টাইগাররা ইনিংস ও ১৮৪ রানের অবিস্মরণীয় জয় পায়। এ টেস্ট ম্যাচের জয়ের নায়ক অফ স্পিনার মিরাজ। প্রথম ইনিংসে তিনি প্রতিপক্ষের সাত ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান, দ্বিতীয় ইনিংসে পাঁচজনকে। এক টেস্টে ১২ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। দুই বছর আগে মিরাজ একই ভেন্যুতে ইংল্যান্ডের বিরুদ্ধেও ১২টি উইকেট নেন। তবে তা নিয়েছিলেন ১৫৯ রানের বিনিময়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১১৭ রানে নিজের রেকর্ডকেই আরও সমৃদ্ধ করেছেন মিরাজ। একসময়কার ক্রিকেটের রাজা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংসসহ সিরিজ জয়ে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে। এই প্রথম কোনো দলকে ফলোঅনে ফেলে ইনিংস জয়ের অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন তারা। প্রতিপক্ষের বিরুদ্ধে একসময় টাইগাররা শুধু অসহায় আত্মসমর্পণ করেছে। সময়ের ব্যবধানে সে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে তারা। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় সাকিব বাহিনী। হোয়াইটওয়াশের লজ্জাও বয়ে আনে তারা। সফররত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় জয় সে দুঃখ ভোলাতে সাহায্য করবে। টেস্টে টাইগারদের অবিস্মরণীয় জয়ে তাদের প্রতি অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর