মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এ এক নতুন ইতিহাস

জনগণের ভালোবাসা ধরে রাখতে হবে

এ এক নতুন ইতিহাস। যে ইতিহাস গড়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দেশের ইতিহাসে টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে মহাজোট। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কোনো সরকারের পক্ষে এক মেয়াদেই জনপ্রিয়তা ধরে রাখা কঠিন। সেখানে ২০০৮, ২০১৪ ও ২০১৮ তিন সংসদ নির্বাচনে বিপুলভাবে জয়ী হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন শেখ হাসিনা। এর মধ্যে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর বাকি দুটি দুনিয়ার অন্য সব গণতান্ত্রিক দেশের মতো দলীয় সরকারের অধীনে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায়। ২০১৪ সালের নির্বাচন প্রধান প্রতিপক্ষ বিএনপি-জামায়াত জোট বর্জন করায় জয়ের মাত্রা ছিল আরও বেশি। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সংসদের ২৮২টি আসনে জয়ী হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি। নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি সমাজের গরিব ও নিম্ন আয়ের মানুষের নিরঙ্কুশ সমর্থনের কারণে বিশাল বিজয় অর্জিত হয়েছে। নতুন প্রজন্মের ভোটাররা তাদের প্রথম ভোটটি প্রদানের ক্ষেত্রে নৌকা তথা মহাজোটের প্রার্থীকে বেছে নেওয়ায় ভোটের রায় একমুখী হয়ে পড়ে। নির্বাচনের আগে ব্যবসায়ী সম্প্রদায়সহ সর্বস্তরের পেশাজীবীর সমর্থন নৌকার পক্ষে জোয়ার সৃষ্টিতে অবদান রাখে। এ নির্বাচনের ফলে যে সংসদ গঠিত হবে তাতে কার্যত বিরোধী দলের মর্যাদা পাবে না কোনো দল। কারণ সংসদের ২৯৯ আসনের নির্বাচনে সাকল্যে তারা পেয়েছে মাত্র ৭টি আসন। নির্বাচনে মহাজোটের মহাবিজয়ের মাধ্যমে জাতি বঙ্গবন্ধুকন্যার হাতে আরও পাঁচ বছরের জন্য দেশ শাসনের ভার অর্পণ করেছে। জনগণের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য বঙ্গবন্ধুকন্যাকে সর্বদাই সচেষ্ট থাকতে হবে। আত্মসন্তুষ্টি নয়, জনগণের ভালোবাসা ধরে রাখা তার জন্য চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হওয়া উচিত। একাদশ সংসদ নির্বাচনে জয়ী সব সংসদ সদস্যকে আমাদের অভিনন্দন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর