বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উন্নয়নের পক্ষে জয়

বিরোধী দলের ভরাডুবি নিজেদের ভুলে

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে তার দল ও জোটের বিশাল জয় সম্পর্কে বলেছেন, মানুষ উন্নয়নের সুফল পেয়েছে বলেই নৌকায় ভোট দিয়েছে। অন্যদিকে নিজেদের দুর্নীতি-সন্ত্রাসের কারণে নির্বাচনে বিএনপি সাতটি আসন পেয়ে ভরাডুবির সম্মুখীন হয়েছে। জনগণ ব্যালটের মাধ্যমে তাদের জবাব দিয়েছে। সোমবার বিকালে গণভবনে ৩০ দেশের পর্যবেক্ষক ও সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে সরাসরি সব প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। ভারত, নেপাল, জাপান, ওআইসি, কমনওয়েল্থ, বিবিসি, এপি, রয়টার্সের মোট ৪৩ জন সাংবাদিক ও পর্যবেক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা বিএনপির সাতটি আসন পাওয়া নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীকে প্রশ্ন করেন। এসব প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় ও বিএনপি-জামায়াত জোটের শোচনীয় পরাজয়ের কারণগুলোও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচনে বিএনপি সাতটি আসন পেয়েছে তাদের নিজেদের ভুলের কারণে। নির্বাচনে অংশ নিলেও তাদের প্রধান কে হবেন তা তারা দেখাতে পারেনি। পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকালে স্পষ্ট হবে, কংগ্রেসও গত নির্বাচনের আগে দেখাতে পারেনি তাদের প্রধান কে হবে, যে কারণে তারা মানুষকে আকৃষ্ট করতে পারেনি।

সদ্য সমাপ্ত নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য খুবই তাৎপর্যের দাবিদার। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সাধারণ মানুষের প্রত্যাশা নিজেদের অবস্থার উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার গত এক দশকে এ ক্ষেত্রে দৃষ্টিকাড়া সাফল্যের পরিচয় দিয়েছে। কঠিন প্রতিপক্ষের মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট যথাযোগ্য নির্বাচনী কৌশল নিতে পারেনি। ১০ বছরের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপরীতে ঐক্যফ্রন্ট জিতলে কে প্রধানমন্ত্রী হবেন এমন কোনো চিত্রকল্প তুলে ধরতে ব্যর্থ হয়েছে। ফলে মানুষ নির্ভরযোগ্য একজন রাষ্ট্রনায়কের বদলে অজানা কারও হাতে দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দিতে চায়নি। বলা যায়, শেষোক্ত কারণটিই বিরোধী দলের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়; যা সবার জন্যই শিক্ষণীয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর