বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ব্যবসায়ীদের প্রত্যাশা

সুশাসন নিশ্চিত করতে হবে

উন্নয়নের ধারাবাহিকতায় সরকারি দলের বিশাল জয় অর্জিত হওয়াকে স্বস্তিদায়ক খবর হিসেবে দেখছে ব্যবসায়ী সম্প্রদায়। তারা একে দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য আশীর্বাদ হিসেবেও দেখছে। সংসদ নির্বাচনের ফলাফলের ওপর প্রতিক্রিয়া ব্যক্ত করে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেছেন, নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা দুর্নীতি দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় তারা আরও যত্নবান হবে। নির্বাচনে দেশবাসী তাদের ওপর যে বিপুল আস্থা রেখেছে তার প্রতিদানে দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। কারণ দুর্নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। জনগণের জন্য নেওয়া সরকারের সব ভালো পদক্ষেপ ক্ষতিগ্রস্ত হয় দুর্নীতির কারণে। দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। নির্বাচনের আগে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সরাসরি সমর্থন জানানো হয়েছিল। দেশের ইতিহাসের ব্যতিক্রধর্মী এ ঘটনাটি ঘটেছিল উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশায়। ব্যবসায়ী সম্প্রদায়ের প্রত্যাশা নতুন সরকারের আমলে ব্যাংক-বীমা আর্থিক প্রতিষ্ঠানের শৃঙ্খলা নিশ্চিত করা হবে। ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। ঋণ খেলাপের সঙ্গে প্রকৃত ব্যবসায়ীরা জড়িত না হওয়া সত্ত্বেও তাদের ভাবমূর্তিতে কালিমা পড়ে। ঋণ খেলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হলে সবচেয়ে লাভবান হবেন প্রকৃত ব্যবসায়ীরা। এর ফলে ব্যবসা-বাণিজ্য পরিচালনায় ঋণ পাওয়া সহজতর হবে। দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। সার্বিকভাবে লাভবান হবে পুরো জাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে প্রতিপক্ষের ধস ঘটিয়ে সরকারি দল যে জয় পেয়েছে তাতে তাদের প্রতি দেশবাসীর প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। এ প্রত্যাশা পূরণে সরকারকে যত্নবান হতে হবে। দলের মধ্যে শুদ্ধি এনে সরকারি দলের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে হবে। সুশাসনের মাধ্যমে তাদের ওপর মানুষের আস্থাকে জিইয়ে রাখতে হবে। বিপুল সমর্থন সরকারের দায়িত্বের পরিধিকে বাড়িয়ে দিয়েছে। গণমানুষের কল্যাণে সরকার পরিচালনা করে এ ক্ষেত্রে কর্তব্যবোধের পরিচয় দিতে হবে। জাতির প্রত্যাশাও তাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর